শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসক মিলনমেলা ও সায়েন্টিফিক সেমিনার

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৪

শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসক মিলনমেলা ও সায়েন্টিফিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল, ০৮ সেপ্টেম্বর ২০২৪ : শ্রীমঙ্গলে পল্লী চিকিৎসক মিলনমেলা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অদ্য রবিবার (৮ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০:৩০ ঘটিকায় কলেজ রোডস্থ ষ্টার কমিউনিটি সেন্টারে এ মিলনমেলা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভি. ডাঃ গোপেন্দ্র আচার্য্য রানু।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে ইনসেপ্টা ফার্মাসিটিউক্যালস লিঃ এর সৌজন্যে ভি: ডাঃ মো মামুনুর রশিদ ও ভি:ডাঃ মোঃ আব্দুল আজিজ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ভি. ডাঃ রাধাকান্ত দাশ।

সায়েন্টিফিক সেমিনারে কোম্পানির ইতিহাস এবং বিভিন্ন ঔষধের কার্যকারিতা নিয়ে স্লাইড শো প্রদর্শনের মাধ্যমে বক্তব্য তুলে ধরেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিঃ-এর মেডিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট-এর সিনিয়র গ্রুপ ম্যানেজার ডাঃ আবু আহাদ।

আরও বক্তব্য রাখেন রিজিয়নাল ম্যানেজার মোঃ আলমগীর হোসেন,সিনিয়র এরিয়া ম্যানেজার দেবব্রত অধিকারী শ্যামল প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন বক্তা তাঁদের বক্তব্যে বলেন, গ্রামবাংলার মানুষের চিকিৎসা সেবায় পল্লী চিকিৎসকরা প্রায় বিনা পারিশ্রমিকে সেবা দিয়ে আসছেন।

সভাপতির বক্তব্যে ভি ডাঃ রাধাকান্ত দাশ বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির বিভিন্ন কাযক্রম তুলে ধরেন এবং পরিশেষে সভা সমাপ্তি ঘোষণা করেন ।