ওসমানী হাসপাতালের বিদায়ী ও নব যোগদানকৃত পরিচালককে সংবর্ধনা

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

ওসমানী হাসপাতালের বিদায়ী ও নব যোগদানকৃত পরিচালককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১২ সেপ্টেম্বর ২০২৪ : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়ার বিদায় ও নব যোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরের যোগদান উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে নতুন ভবনের মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উপ পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এবং ডা. জামিল আহমদ ও ডা: শাবনাম রাশেদী’র সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী, সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: আনিসুর রহমান, হাসপাতালের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: জামিলা খাতুন, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা: মোহাম্মদ খালেদ মাহমুদ, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা: মো. জিয়াউর রহমান চৌধুরী প্রমুখ।