সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ সেপ্টেম্বর, ২০২৪ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে শহরের ক্যাথলিক মিশনের হলরুমে কারিতাস সিলেট অঞ্চলের এসডিবি প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্টিত হয়।
অধিপরামর্শ সভায় বাংলাদেশের প্রবীন, প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের নিয়ে সমাজকল্যাণ, শিক্ষা এবং স্বাস্থ্য উন্নয়নে অভিগম্যতার সক্ষমতা প্রকল্পের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিতাস সিলেট অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনা।
লুটমন এডমন্ড পডুনা জানান, সমাজের বিপদাপন্ন জনগোষ্ঠী, প্রবীণ ও মাদকাসক্ত ব্যক্তিদের জীবন জীবিকার ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য এসডিডিবি প্রকল্পের আওতায় ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হয়।
পরে প্রকল্পের প্রথম ধাপে ২০১৯ সাল থেকে ২০২১ সাল ও দ্বিতীয় ধাপে ২০২২ সাল থেকে ২০২৪ সালের কাজ চলমান রয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন ও রাজঘাট ইউনিয়ন এবং কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় এই দুইটি উপজেলায় ৯৯৭ জন উপকারভোগী রয়েছেন। এদের মধ্যে ৫১১জন নারী ও ৪৮৬ জন পুরুষ।
তিনি আরও জানান, প্রতিবন্ধী, মাদকাসক্ত ও প্রবীণ ব্যক্তিদের নিয়ে প্রতি ইউনিয়নে ৮টি ক্লাব গঠন করা হয়েছে। এই আটটি ক্লাব নিয়ে করা হয়েছে একটি ইউনিয়ন ফোরাম। প্রতি ইউনিয়নে প্রকল্পের উপকারভোগী ও বিভিন্ন পেশার মানুষকে নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট একটি উন্নয়ন কমিটি করা হয়েছে। আবার এই উন্নয়ন কমিটি থেকে পাঁচ সদস্যর একটি সাব কমিটি করা হয়েছে।
এই তিন কমিটির সমন্বয়ে এসডিডিবি প্রকল্প বাস্তবায়িত করা হচ্ছে।
কারিতাস সিলেট অঞ্চলের এসডিবিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা, দেশ টিভির জেলা প্রতিনিধি সালেহ এলাহি কুটি, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি আতাউর রহমান কাজল, সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন, আইডিয়ার প্রজেক্ট ম্যানেজার পঙ্কজ ঘোষ দস্তিদার, সাংবাদিক রুপম আচার্য্য, শিমুল তরফদার, সাংবাদিক পিন্টু দেবনাথ, মোনায়েম খাঁন, সাজু মারছিয়াং, এসডিবিবি প্রকল্পের এনিমেটর বনিফাস লিটন সরেং প্রমুখ।
সভায় সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ এবং ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের কার্যকরী নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। সভায় সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দসহ প্রতিবন্ধী নারী পুরুষরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D