সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪
বিশেষ প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ সেপ্টেম্বর ২০২৪ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “দুর্নীতি দমনে প্রতিকার নয়, প্রতিরোধই সর্বোত্তম পন্থা” শীর্ষক স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) সকালে শ্রীমঙ্গল মহসিন অডিটরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক), হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) ও শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী।
শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি এ,এন, এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, টিআইবি কর্তৃক পরিচালিত সচেতন নাগরিক কমিটির সভাপতি দ্বীপেন্দ্র কুমার ভট্টাচার্য, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো, সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা দেবাশীষ চৌধুরী রাজা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুপ্রক সদস্য মো, কাওছার ইকবাল।
বিতর্ক প্রতিযোগিতায় শ্রীমঙ্গলের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় ও শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
বিতর্কে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
এছাড়াও শ্রেষ্ঠ বক্তার সম্মান অর্জন করে বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের দলনেতা নাজমীন আক্তার।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রফি আহমেদ চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো, সাইফুল ইসলাম ও পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ।
মডারেটরের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা। টাইমিংয়ের দায়িত্ব পালন করেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংস্কন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরাসহ দুপ্রকের সদস্যরা।
অনুষ্ঠান শেষে অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার ও প্রশংসা পত্র তুলেন দেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D