স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বরের প্রকাশিত-অপ্রকাশিত রচনা সমগ্র তিন খন্ডে বিভক্ত

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বরের প্রকাশিত-অপ্রকাশিত রচনা সমগ্র তিন খন্ডে বিভক্ত

Manual4 Ad Code

গ্রন্থ রিভিউ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৪ : স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বরের প্রকাশিত-অপ্রকাশিত সমগ্র রচনা নিয়ে তিন খন্ডে বিভক্ত এই বই।

আরজ আলী মাতুব্বর সম্পর্কে কয়েকজন বিশিষ্ট বাঙালির অভিমত:
….আরজ আলী মাতুব্বরের গ্রন্থ পড়ে আমি মুগ্ধ ও বিস্মিত হয়েছি নতুন কথা বলে নয়, তাঁর মুক্তবুদ্ধি, সৎসাহস ও উদার চিন্তা প্রত্যক্ষ করে।
-আহমদ শরীফ

Manual8 Ad Code

…আরজ আলী মাতুব্বর জীবনের জিজ্ঞাসার যে চিত্র তুলে ধরেছেন, তা পাঠকের মনে চিন্তার খোরাক জোগাতে সক্ষম।
অধ্যক্ষ সাইদুর রহমান

Manual6 Ad Code

…আরজ আলী মাতুব্বর প্রথম ও নির্মম যে অন্ধকার সুচিরকাল ধরে স্থায়ী হয়ে আছে এই বাংলাদেশে, তার কথাই বলেছেন তাঁর বইতে। বর্ণনা করে নয়, প্রশ্ন করে।
সিরাজুল ইসলাম চৌধুরী

Manual3 Ad Code

আরজ আলী মাতুব্বর শিক্ষিত বুদ্ধিজীবীদের অহঙ্কার ও আত্মতৃপ্তিকে শক্ত হাতে নাড়িয়ে দিয়েছেন।
-হাসনাত আবদুল হাই

Manual5 Ad Code

… কেউ কেউ প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতিরেকেই স্বশিক্ষিত হয়ে উন্মোচন করেছেন জীবন ও জগতের গুঢ় রহস্য। এমনই এক মহান স্বশিক্ষিত ব্যক্তিত্ব, মুক্তচিন্তার লেখক ও যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর।
-সৈয়দ আমিরুজ্জামান

▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️▪️

? বই : আরজ আলী মাতুব্বর রচনাসমগ্র (৩ খন্ড)
✍️ লেখক : আরজ আলী মাতুব্বর
? মূল্য : ৭১৫ টাকা

অর্ডার করতে পারেন ইনবক্সে যোগাযোগ করে। অথবা কমেন্ট করুন৷

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code