সিলেট ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫
মুহাম্মদ হেদায়েত উল্লাহ | গাজীপুর, ১৪ জানুয়ারি ২০২৫ : টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা আয়োজনে মাঠ প্রস্তুতি কাজ চলছে। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হতে যাচ্ছে শূরায়ী নেজামের (বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ অনুসারীদের) ইজতেমার প্রথম পর্ব। এ পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। মাঝে চারদিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি (মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের) দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষ্যে আশপাশের জেলা থেকে স্বেচ্ছাসেবীরা বিনাশ্রমে ময়দানের প্রস্তুতি কাজ করছেন। ১৬০ একর বিশাল ময়দানে শামিয়ানা টানানো, খিত্তায় খিত্তায় বাঁশের খুঁটি, ছাতা মাইক, টয়লেট পরিষ্কার, বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন কাজ করছেন। ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হচ্ছে মূল বয়ান মঞ্চ।
আজ মঙ্গলবার ইজতেমা ময়দানে গিয়ে দেখা যায়, ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার জায়গা ও বয়ান মঞ্চের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশের জায়গাটুকুতে শামিয়ানা টানানো হচ্ছে। বয়ান মঞ্চের কাজ এগিয়ে চলছে। আগামী সপ্তাহের মধ্যে ময়দান প্রস্তুতির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা।
ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়দানে কাজ করতে আসা দিদারুল আলম (৪৯) জানান, আমরা একটি দল ময়দানে স্বেচ্ছাশ্রমে কাজ করতে এসেছি। মাঠে খুঁটি গাঁড়া, শামিয়ানা টানানোসহ মাঠ প্রস্তুতি কাজ করছি। আশা করছি ইজতেমা শুরুর ৩/৪ দিন আগেই ময়দানের প্রস্ততি কাজ শেষ হবে ইনশাআল্লাহ।
মাদ্রাসা ছাত্র মো: হোসাইন বলেন, আমরা ৩০/৪০ জন ছাত্র স্বেচ্ছায় ময়দানের কাজ করতে এসেছি। ময়দানের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন, খুঁটি গাঁড়া, পাটের চট টানানো, নামাজের জন্য ময়দানে লাইন কাটার কাজ করছি।
ইজতেমা ময়দানে মূল বয়ান মঞ্চ তৈরির জিম্মাদার মোশাররফ হোসেন জানান, বয়ান মঞ্চ প্রস্তুতি কাজ এগিয়ে চলছে। দীর্ঘ ১৬ বছর যাবত বিশ্ব ইজতেমার বয়ান মঞ্চ তৈরির কাজ করে যাচ্ছি। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হবে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, আমরা আশা করছি প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমায় আগত মুসল্লীদের সার্বিক নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে ইজতেমা ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D