সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৫ : লবণ, পান, মৎস ও পর্যটন শিল্প রক্ষায় কয়লা বিদ্যুৎকেন্দ্রসহ সকল অপরিকল্পিত ও দূষণ সৃষ্টিকারী শিল্পায়ন বন্ধের দাবিতে কক্সবাজারে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) বিকাল ৩টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উদ্যোগে কক্সবাজারের পেকুয়া কবির আহমেদ বাজার, ওয়াপদা চত্বরে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
পেকুয়া বালিকা উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধরা-এর কেন্দ্রিয় সদস্য সচিব শরীফ জামিল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পেকুয়া সরকারি মডেল জি এম সি ইন্সটিটিউশন এর সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী; কক্সবাজার জেলা প্রেসক্লাব এর সভাপতি, ধরা- কক্সবাজারের আহ্বায়ক ও কেন্দ্রিয় আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল কাদের চৌধুরী; আইনজীবী নেতা এবং কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি মীর মোশারফ হোছাইন টিটু; অবসর প্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদ; পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক; শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড. জাকির হোসেন হাওলাদার; পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম; পেকুয়ার সমাজসেবী ইকবাল হোসাইন প্রমুখ। এছাড়াও পরিবেশকর্মী, সাংবাদিক, ধরা এবং পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী-মাতারবাড়ি এলাকার নেতৃবৃন্দ এবং স্থানীয় ভুক্তভোগী জনগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি