সিলেট ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ : জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলের ১ম মৃত্যুবার্ষিকী আজ।
তিনি ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
’আহমেদ রাজীব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তাঁর মাতুলালয়। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে ওঠেন ঢাকা শহরে।
সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক পোকায় অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত গোরা মজিদ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর একুশে টেলিভিশনের ধারাবাহিক নাটক প্রেত-এ অভিনয় করেন।
প্রেত নাটকটি মুহম্মদ জাফর ইকবালের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর পরিচালক আহির আলম। এ ছাড়া তিনি হুমায়ূন আহমেদের বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্যামল ছায়ায় অভিনয় করেন। মঞ্চ ও ছোটপর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে আখেরী হামলা সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। পরে অভিনয় করেছেন চন্দ্রকথা, ব্যাচেলর, গেরিলা, দ্য লাস্ট ঠাকুর সিনেমায়।
২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন। ঢাকা থিয়েটারের সদস্য হিসেবে দীর্ঘদিন মঞ্চেও কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটক অতিথি, নীল তোয়ালে, বিশেষ ঘোষণা, প্রতিদান, নবাব গুন্ডা, এফএনএফ প্রভৃতি। ২০১৪ সালে ভারতের নির্মাতা সঞ্জয় নাগ পরিচালিত ‘পারাপার’-এ প্রধান চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D