পর্যটকদের নিরাপত্তার স্বার্থে শ্রীমঙ্গলে সোলার লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

পর্যটকদের নিরাপত্তার স্বার্থে শ্রীমঙ্গলে সোলার লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ এপ্রিল ২০২৫ : পর্যটন এলাকা বলে খ্যাত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের সৌন্দর্য বর্ধনে এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১২৭টি সোলার লাইট ল্যাম্ব পোস্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল ২০২৫) বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকায় পাঁচ তারকা মানের রিসোর্ট গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড মিউজিয়ামের সামনা থেকে এ কার্যক্রম ও প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, টুরিস্ট পুলিশের ওসি কামরুল হাসান চৌধুরী, প্যারাগন রিসোর্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহিরুল কাইয়ুম, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকা’র প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, নভেম ইকো রিসোর্টের ম্যানেজার খাজা মঈনুদ্দিন চিশতি, মেঘের বাড়ী রিসোর্টের পরিচালক রাজিব আহমেদ ও সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য শহীদুল ইসলাম লিটন প্রমুখ।

প্রশাসন সূত্রে জানা যায়, পর্যটন খাতকে বিকশিত করার লক্ষে ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ইউডিজিপি প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ-রাধানগর ও ফুলছড়া-কালীঘাট সড়কে বসানো হয়েছে ১২৭টি এই সোলার লাইট। এতে ব্যয় হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। সোলার প্রকল্পটি উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নসর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, শ্রীমঙ্গল একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে যেভাবে পর্যটন বান্ধব রিসোর্ট গড়ে ওঠেছে পর্যটকদের আরও আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। কেবল কার ও এমিউজমেন্ট পার্ক স্থাপনের প্রস্তাবনা দিয়ে একটি মাস্টার প্লান মন্ত্রাণালয়ে পাঠানোর নির্দেশনা ইউএনওকে দিয়েছেন বলে তিনি জানান।