ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনোই জন্মদিন পালন করি নাই!

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫

ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনোই জন্মদিন পালন করি নাই!

তমা রশিদ |

আজ একটা বিশেষ দিন | আজ আমার জন্মদিন 🥹

ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনোই আমি জন্মদিন আলাদা করে পালন করি নাই | আমি বিশ্বাস করি সব দিন সমান | প্রতি দিনই বিশেষ দিন | যেদিন আমি অনেক কাজ করি, এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে যাই, ব্যাক টু ব্যাক ইভেন্ট করি সে দিনটাই আমার জন্য বিশেষ দিন | যেদিন আমি মন ভরে সারাদিন শপিং করি সেদিনটাও আমার জন্য বিশেষ | আমার শপিং করার খুব বদ অভ্যাস | বদ বলার কারণ আমার সব টাকা শপিং এ শেষ হয় । যেদিন আমি আমার পছন্দের মেকআপ আর্টিস্ট এর কাছে মেকআপ নেই সেদিনও আমার জন্য বিশেষ দিন |

জন্মদিনে অনেক উপহার আমি কখনোই পাইনা কারণ আমি জন্মদিন পালনই করি না | এই যে দেখতে দেখতে আরেকটা জন্মদিন এসে গেলো, পৃথিবী থেকে বিদায় নেয়ার সময় ঘনিয়ে আসছে | ইশ ! আমি যদি আজীবন বাঁচতে পারতাম | আমি যদি যুগ যুগ পৃথিবীর বদলানো পরিবেশ দেখতে পারতাম ………
#
তমা রশিদ
মডেল