সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, এপ্রিল ১০, ২০২৫
আজ একটা বিশেষ দিন | আজ আমার জন্মদিন 🥹
ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনোই আমি জন্মদিন আলাদা করে পালন করি নাই | আমি বিশ্বাস করি সব দিন সমান | প্রতি দিনই বিশেষ দিন | যেদিন আমি অনেক কাজ করি, এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে যাই, ব্যাক টু ব্যাক ইভেন্ট করি সে দিনটাই আমার জন্য বিশেষ দিন | যেদিন আমি মন ভরে সারাদিন শপিং করি সেদিনটাও আমার জন্য বিশেষ | আমার শপিং করার খুব বদ অভ্যাস | বদ বলার কারণ আমার সব টাকা শপিং এ শেষ হয় । যেদিন আমি আমার পছন্দের মেকআপ আর্টিস্ট এর কাছে মেকআপ নেই সেদিনও আমার জন্য বিশেষ দিন |
জন্মদিনে অনেক উপহার আমি কখনোই পাইনা কারণ আমি জন্মদিন পালনই করি না | এই যে দেখতে দেখতে আরেকটা জন্মদিন এসে গেলো, পৃথিবী থেকে বিদায় নেয়ার সময় ঘনিয়ে আসছে | ইশ ! আমি যদি আজীবন বাঁচতে পারতাম | আমি যদি যুগ যুগ পৃথিবীর বদলানো পরিবেশ দেখতে পারতাম ………
#
তমা রশিদ
মডেল
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D