একজন ‘তৌহিদুর রহমান’

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

একজন ‘তৌহিদুর রহমান’

Manual3 Ad Code

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন |

বহু বছর আগের কথা। তখন আমি জাতীয় কোনো দৈনিকে সংবাদনির্ভর জীবনের অধিকারী ছিলাম না। নেহাত ছোট গল্প / কবিতা / প্রবন্ধ পর্যন্তই সীমাবদ্ধ ছিল আমার সেই সময়কার লেখালেখি। তবে দেশের সেরা গণমাধ্যমগুলোর বিশেষ প্রতিবেদনের প্রতি একটা আকর্ষণ ছিল তীব্রতর। এরই নির্যাসের খোঁজে হঠাৎ একদিন দৈনিক প্রথম আলোর মাদক বিষয়ক প্রতিবেদন পড়ে সেই প্রতিবেদকের নামে প্রতি গভীর আকর্ষণে জড়িয়ে পড়ি। ‘তৌহিদুর রহমান’! বিস্ময়! কী দুর্দান্ত লেখনি তার! সেই প্রতিবেদনটার বিষয়বস্তু ছিল ‘মাদক’। সেটি কীভাবে একটি পরিবারে ঢুকে সেই পরিবারের সন্তানটিকে তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। গভীর তাৎপর্যপূর্ণ এবং বিশ্লেষণধর্মী ওই প্রতিবেদনটি ছিল তৌহিদুর রহমান ভাইয়ের। ঢাকা থেকে সুদূর সুনামগঞ্জ জেলায় গিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদনগুলো করেছিলেন তিনি। শুধু সুনামগঞ্জ নয়, দেশের বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে সরেজমিন বিশেষ প্রতিবেদনগুলোর বিস্ময়কর এক কারিগর তিনি। দেশের নানা প্রান্তের অগণন সেরা সাংবাদিকরা তার হাতেই তৈরি।

তারপর গড়ায় বহু বছর। রাজধানী থেকে তিনি সপরিবারে ফিরে এসেছিলেন আমাদের অঞ্চলে। নানা ব্যস্ততায়, সুযোগের অভাবে সেই বিস্ময়কর প্রতিবেদনের জাদুকর তৌহিদুর রহমান ভাইয়ের সাথে কখনো ছবি তোলার সুযোগ হয়নি। সৌভাগ্যক্রমে গতবছর আজকের দিনে হয়ে গেল সেই সুযোগ। সাথে ছিলেন- দৈনিক প্রথম আলো ও দৈনিক কালের কণ্ঠের সাবেক নবীনগর প্রতিনিধি, ‘নবীনগরের কথা’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু এবং দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম। গতবছর ২৬ এপ্রিল দিবাগত রাতে একসময় তুখোর সাংবাদিক (দৈনিক প্রথম আলোর এসিডবিরোধী কার্যক্রমের মুখ্য সমন্বয়কারী) পলাশ চৌধুরী দাদার বাসায় জমে উঠে আমাদের রাতের দারুণ আড্ডা। তৌহিদ ভাইয়ের সাথে নানা কথার ফাঁকে ফাঁকে বারবার খুঁজে পাই এগিয়ে যাবার নিভৃত প্রেরণা। মন যেনো বলে উঠে- ‘ভাই, আপনি বলুন- আমরা আছি তো, আপনার স্বপ্নভরা গন্তব্যের বিশ্বস্ত সহযাত্রী। ক্রমাগত আলোচনা, সুস্পষ্ট লক্ষ্য আর অদম্য পরিকল্পনায় গভীর তাৎপর্যময় একটা জার্নি আমরা নিমিশেই পাড়ি দিতে পারবো।…’

Manual5 Ad Code

সেই ছবি একেবারে চা এর প্রকৃতিতে! চা এর সাম্রাজ্যে। আমি যে প্রকৃতির নিত্যপূজারি। সেই প্রকৃতির মাঝেই দাঁড়ালেন আমার সাংবাদিক জীবনের দিকনির্দেশক এবং বিস্ময়কর প্রতিবেদনের কারিগর তৌহিদুর রহমান। গতবছরের আজকের এই বিশেষ দিনটি অমর হয়ে রইলো আমার স্মৃতির অমৃতকাননে।
#

Manual6 Ad Code

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজ টোয়েন্টিফোর.কম

[বি: দ্র: তৌহিদুর রহমানের জন্মদিন উপলক্ষে গতবারের লেখাটি বিষয়ের মৌলিকত্ব ঠিক রেখে সম্পাদনা সাপেক্ষে পুন:প্রকাশ করা হলো। –সম্পাদক]।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code