বাংলাদেশে পিফাস দূষণ ও জনস্বাস্থ্য শীর্ষক ওয়াটারকিপার্সের আলোচনা সভা

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ৩, ২০২৫

বাংলাদেশে পিফাস দূষণ ও জনস্বাস্থ্য শীর্ষক ওয়াটারকিপার্সের আলোচনা সভা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৩ মে ২০২৫ : ওয়াটারকিপার্সের উদ্যোগে বাংলাদেশে পিফাস দূষণ ও জনস্বাস্থ্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩ মে ২০২৫) সকাল ১১টায় রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শিল্পবর্জ্য থেকে নিঃসৃত পার- ও পলিফ্লুরোঅ্যালকাইল পদার্থসমূহ আমাদের পানি ও মাটিকে যেভাবে দূষণ করছে সে বিষয়ে সচেতনতা তৈরি করতে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

Manual7 Ad Code

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার হিউবার্ট বোম, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সহ-আহ্বায়ক এমএস সিদ্দিকী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এসময় বাংলাদেশে পিফাস দূষণের উপর অবস্থানপত্র উত্থাপন করেন সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাক্টিভিস্ট শাহিদ হাসান।

এছাড়াও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার অ্যালায়েন্সের অ্যাডভোকেসি পরিচালক জ্যাকি এসপোসিটো, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সাইপ্রেস সিসটেম আইএনসি এর চিফ টেকনোলজি অফিসার ড. জাকি ইউসুফ, ইএসডিও’র প্রোগ্রাম উপদেষ্টা অটল কুমার মজুমদার এবং থ্রি ফিফটি ডট অর্গ এর দক্ষিণ এশিয়া মোবিলাইজেশন সমন্বয়ক আমানুল্লাহ পরাগ।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বলেন, পিফাস দূষণে আমরা জর্জরিত। আমরা একসময় আর্সেনিক নিয়ে গবেষণা হয়েছে, আমরা আন্দোলন করেছি। এখনো আমাদের দেশের মানুষ আর্সেনিকযুক্ত পানি পান করে। ভূ-পৃষ্ঠের পানি রক্ষা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু আমাদের নীতিগুলোর অকার্যকারিতা, দূরদৃষ্টির অভাব রয়েছে আমাদের। আজ যে পানি আমরা পান করছি সেটা দূষিত। আমরা যে কত সংকটের মধ্যে রয়েছি তা আমরা বুঝতেই পারছি না।

তিনি আরো বলেন, বৈশ্বিক আর্থ-সামাজিক-রাজনৈতিক কাঠামোর মধ্যে দিয়ে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি ধ্বংসের মাধ্যমেই এই সভ্যতা গড়ে উঠেছে। পরিবেশ ধ্বংস হলে মানুষ সুরক্ষিত থাকে না। পরিবেশ দূষণকে আমাদেরকে গুরুত্বের জায়গাতে নিয়ে আসতে হবে। সরকারকে নদী নিয়ে, PFAS দূষণ নিয়ে ভাবতে হচ্ছে। আপনারা আপনাদের সুচিন্তিত পরিকল্পনা আমাদের কাছে নিয়ে আসুন। অন্তর্বর্তী সরকারের দরজা সবসময় খোলা। আপনারা টাস্কফোর্স গঠন করুন। বাংলাদেশ নামক ব-দ্বীপটিকে ব-দ্বীপ হয়ে উঠতে দিতে হবে। এই দেশটাকে সুন্দর করে গড়তে হবে।

সভাপতির বক্তব্যে ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, আমরা অতীতে দেখেছি আমাদের দেশে আইন হয় কিন্তু সেই আইনের যথাযথ বাস্তবায়ন হয় না। যে জায়গাগুলোতে দূষণ হচ্ছে আমরা জাতীয় নদী রক্ষা কমিশনের পক্ষ থেকে এর আগে চিহ্নিত করেছিলাম, কিন্তু পরবর্তীতে সে বিষয়ে আর কোন কাজ হয়নি। আমাদেরকে মনে রাখতে হবে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার অধিকার কারো নেই। এই সম্পদ রক্ষা করতে বড় পরিসরে কাজ করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দকে পরিবেশ নিয়ে ভাবতে হবে। তাদের নির্বাচনী ইশতেহারে পরিবেশ বিষয়কে অন্তর্ভূক্ত হতে হবে। সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় ইউরোপিয় ইউনিয়নের হিউবার্ট বোম বলেন, দ্রুত শিল্পায়ন উচ্চ পর্যায়ে পিফাস দূষণে ভূমিকা রাখছে। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যাও। প্রতিটি সরকারকে অবশ্যই এই দূষণ বন্ধে কাজ করতে হবে। কেমিক্যাল আমদানির রেজিস্ট্রেশন মনিটরিং করতে হবে। পিফাস দূষণকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যক্তিখাতের টেক্সটাইল এবং প্রসাধনী শিল্পকে মনিটরিং এর আওতায় আনতে হবে।

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সাখাওয়াত হাসান জীবন বলেন, বাংলাদেশ দ্রুত শিল্পায়নের দিকে যাচ্ছে। এর দূষণ মোকাবেলায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা দেখতে হবে। যারা দূষণ করছে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা রাখতে হবে। সবুজ শিল্পায়ন উন্নয়নের জন্য কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় সুশাসনের প্রয়োজন রয়েছে। বিএনপি’র ৩১ দফায় পরিবেশ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে আমদেরকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

গণসংহতি আন্দোলনের মূখ্য সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমাদের দেশে স্বাস্থ্য বিষয়টাকে চিকিৎসায় নামিয়ে আনা হয়েছে। জনস্বাস্থ্য যখন চিকিৎসায় নেমে আসে তখন সেটা বাণিজ্যে রূপান্তরিত হয়। এখন ব্যবসা করতে গেলে শ্রমিক এবং পরিবেশ এর মানদণ্ড মেনে কাজ করতে হবে। বাংলাদেশ এখন একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। এ পর্যায়ে যদি সঠিকভাবে পরিকল্পনা না করা হয় তাহলে ধসে পরবে। পরিবেশ এখন আর কল্পনার ব্যাপার না। এখন আর বিদেশীদের উপর নির্ভর করলে চলবে না। নিজেদের স্বক্ষমতা তৈরি করতে হবে। বাংলাদেশের সম্পদের সীমাবদ্ধতা আছে কোথায় শিল্প হবে কোথায় মানুষ থাকবে সেটার পরিকল্পনার সময় এখন। না হলে মুখ থুবরে পড়তে হবে আমাদের।

শরীফ জামিল বলেন, শিল্পবর্জ্য থেকে নিঃসৃত পিফাস আমাদের পানি ও ভূমিকে মারাত্মকভাবে দূষণ করছে। এটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য একটি গুরুতর হুমকি, যা প্রায়শই জনসাধারণের অজানা থেকে যায় এবং যথাযথ নিয়ন্ত্রণের আওতায় আসে না। আমাদের জলাশয়গুলোতে পিফাস -এর দূষণ জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়, যা এখনো সরকার ও জনগণের পক্ষ থেকে যথাযথভাবে গুরুত্ব পায়নি। দূষণ মোকাবেলায় জাতীয় নদী রক্ষা কমিশনকে সক্রিয় করতে হবে।

Manual5 Ad Code

শাহিদ হাসান বলেন, বাংলাদেশের পানি দূষণের ৬৭% হয় গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে। এরপরই দ্বিতীয় সর্বোবৃহৎ অবদান রাখে চামড়া শিল্প। দরিদ্র ও নিম্ন আয়ের সাধাণ মানুষেরা এই দূষিত পানি পান করেন এবং চাষের কাজে এই পানি ব্যবহৃত হয়। কিন্তু বাংলাদেশ এখনো আন্তর্জাতিক পিফাস নিষিদ্ধকরণে নীতিমালা গ্রহণ করেনি।

আলোচনা সভায় জ্যাকি এসপোসিটো বলেন, কলম্বিয়ার বোগোটা নদীতে এই পিফাস দূষণ প্রথম ধরা পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে পিফাস দূষণ একটি বড় স্বাস্থ্য সমস্যা হিসাবে দেখা দিয়েছে। বাংলাদেশেও অতিরিক্ত মাত্রায় দেখা যাচ্ছে। এই দূষণ আমাদের খাবার পানিকে দূষিত করছে, দূষিত করছে চাষের জমিকেও। চাষের জন্য যে সার ব্যবহার করা হয় তা থেকে চাষের জমিকে দূষিত করে ফেলে। এই দূষণকে মোকাবেলা করার জন্য নীতি প্রস্তুত করা দরকার এবং সংশ্লিষ্ট নীতিগুলোকে সংস্কার করার প্রয়োজন।

ড. জাকি ইউসুফ বলেন, পিফাস দূষণ জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ। এই দূষণের কারণে আমাদের প্রোডাক্ট লস হচ্ছে। এভাবে চলতে থাকলে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পতিত হবে। এটা প্রতিনিয়ত আমাদের পানি এবং জমি দূষিত হচ্ছে। এর ফলে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই বর্জ্য/ রাসায়নিক পদার্থ নিঃস্বরণ বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে এই দূষণ বন্ধে রোডম্যাপ গ্রহণ করতে হবে।

অটল কুমার মজুমদার বলেন, সভ্যতা এবং প্রকৃতি পরষ্পর বিরোধী অবস্থানে রয়েছে। বাংলাদেশের বন এলাকাগুলোতে শিল্পায়ন হচ্ছে যা বন উজারের জন্য ভূমিকা রাখছে। এই শিল্পায়ন শুধু বন উজারে ভূমিকা রাখছে না, এগুলো বন এলাকার পানি ও মাটিকেও দূষিত করছে। কিন্তু এই বিষয়ে মনিটরিং আমাদের এখানে নেই। বিশেষ করে চামড়া, টেক্সটাইল এবং তৈরি পোশাক শিল্পগুলো শ্রমিক সংশ্লিষ্ট। শিল্প এলাকার আশেপাশে দূষিত এলাকায় তাদের বসবাস এবং এই দরিদ্র ও নিম্ন আয়ের শ্রমিকরা এই দূষণের দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।

আমানুল্লাহ পরাগ বলেন, কেমিকেল দূষণ বিষয়ে এখনো আমরা দেশের মানুষেরা খুব বেশি জানি না। আমরা জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে কথা বলি। কিন্তু এই পিফাস দূষণ জলবায়ু ন্যায়বিচারের বিরুদ্ধে এবং নয়া উপনিবেশবাদে ভূমিকা রাখছে। আমাদেরকে এই অন্যায্যতা বন্ধে একত্রে কাজ করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন রিভার রিসার্চ ইন্সটিটিউটের সাবেক ডিজি মো. সাজিদুর রহমান সরদার, সাবেক অতিরিক্ত সচিব সৈয়দ মো. মাতলুবুর রহমান, নৌ পরিবহন অধিদপ্তরের মো. এ. হান্নান পিএইডি, মানবাধিকার কর্মী জাকিয়া শিশির, কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র, নোঙর এর চেয়ারম্যান সুমন শামস, এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভস (ইআরডিএ) এর নির্বাহী পরিচালক মনির হোসেন চৌধুরী, নদীকর্মী রিভার ইসমাইল গাজী, মিশন গ্রিন বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আহসান রনি, তুরাগ নদী মোর্চার নেতা আমজাদ আলী লাল, বুড়িগঙ্গা নদী মোর্চার নেতা উম্মে সালমা, বালু নদী মোর্চার নেতা জান্নাতি আক্তার রুমা প্রমুখ।

Manual8 Ad Code

আলোচনা সভা থেকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সকলকে একত্রিতভাবে পিফাস দূষণ রোধে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code