আগামী ২১ মে কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি শীর্ষক যুবদের সংস্কার ভাবনা নিয়ে সিপিডি’র সম্মেলন

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ৭, ২০২৫

আগামী ২১ মে কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি শীর্ষক যুবদের সংস্কার ভাবনা নিয়ে সিপিডি’র সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৭ মে ২০২৫ : 📣 কর্মসংস্থান, স্বাস্থ্য ও প্রযুক্তি শীর্ষক যুবদের সংস্কার ভাবনা নিয়ে দিনব্যাপী সম্মেলন করতে যাচ্ছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। 📣

আগামী ২১ মে ২০২৫ বুধবার সকাল ১০টায় সিপিডির উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বর্তমান অন্তর্বর্তী সরকার নানা গুরুত্বপূর্ণ খাতে সংস্কার আনতে কাজ করছে। তবে জাতীয় পর্যায়ের আলোচনার বাইরেও দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের মাঝেও রয়েছে নতুন চিন্তা, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি—যা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই বাস্তবতা বিবেচনায়, সিপিডি আয়োজন করছে একটি দিনব্যাপী সম্মেলন যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যুব প্রতিনিধিরা সরাসরি নিজেদের ভাবনা তুলে ধরবেন সরকারের নীতিনির্ধারক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিক ও উন্নয়নকর্মীদের সামনে।

🎯 সম্মেলনের লক্ষ্য:
একটি অন্তর্ভুক্তিমূলক, বাস্তবভিত্তিক ও ভবিষ্যতমুখী নীতিচিন্তার ভিত্তি তৈরি করা।

📅 তারিখ: বুধবার, ২১ মে ২০২৫
🕘 সময়: সকাল ১০:০০ টা – বিকাল ৫:৩০ মিনিট

🗣️ সেশনসমূহ:
🔹 সেশন ১: যুবদের সংস্কার ভাবনা – কর্মসংস্থান ও প্রযুক্তি
🔹 সেশন ২: যুবদের সংস্কার ভাবনা – স্বাস্থ্য ও প্রযুক্তি

📌 রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৫ মে ২০২৫
👉 এখনই রেজিস্টার করুন এবং নীতিগত পরিবর্তনের অংশ হোন!

🔗 https://forms.office.com/r/ZZGptvYjBS

#YouthVoices #ReformDialogue #CPDConference #YouthForChange #EmploymentHealthTech #BangladeshPolicy

এ সংক্রান্ত আরও সংবাদ