সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ মে, ২০২৫ : জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০ আসন রাখার দাবি জানিয়েছে উইমেন এন্টারপ্রেনয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)।
আজ বুধবার (১৪ মে ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল এ কথা বলেন।
তিনি বলেন, আমরা জাতীয় সংসদে ১০০ নারী সদস্যের আসন দেখতে চাই। সংসদে নারীদের আসন বেশি হলে ভালো হয়। মৌখিকভাবে সিইসির কাছে তারা এ দাবি জানিয়েছেন বলে উল্লেখ করেন।
ওয়েব সভাপতি বলেন, নারীরা যদি সংসদে আসে ভালো হবে। নারীদের দ্বারা সব কাজ ভালোভাবে করা সম্ভব। তিনি বলেন, নারীরা বোঝে ভালো। সংসার তো নারীরা চালায়। সংসদেও যদি নারীরা আসে, তাহলে নারীদের দ্বারা দেশের উন্নয়ন ও আইন প্রণয়নে যোগ্য অংশীদার হওয়া সম্ভব। সেই জন্য নারীদের আরো একটু মূল্যায়ন করা দরকার।
নাসরীন আউয়াল বলেন, অতীতে নারীদের সেইভাবে নির্বাচনে সম্পৃক্ত করা হয়নি। আমরা চাই, সব নারী যেন নির্বাচনে অংশ নিতে পারে। নারীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। অনেক দিন আমরা নারী-পুরুষ সমানভাবে ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই সমানভাবে ভোটে অংশ নিতে চাই। আসন্ন নির্বাচনে নারীদের জন্য ১০০টি আসন চাই। সংসদে নারীর সংখ্যা খুবই কম।
তিনি বলেন, আমাদের যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়। পুরুষদের মানসিকতা বদলাতে হবে। আমরা মনে করি, নারীদের সব জায়গায় সুযোগ-সুবিধা দেওয়া উচিত। আমরা সামনে যেতে চাই, পেছনে যেতে চাই না। আমরা নারী-পুরুষ বৈষম্য দেখতে চাই না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১০০ আসনের বিষয়ে লিখিত কোনো প্রস্তাব দিইনি, মৌখিকভাবে দাবি জানিয়েছি। লিখিতভাবে বলেছি, আসন্ন নির্বাচনে আমাদের যেন পর্যবেক্ষক হিসেবে রাখা হয়।
বুধবার ওয়েবকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমতি চেয়ে সিইসির কাছে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, আসন্ন জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের অভিপ্রায়ে ওয়েব নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অংশ গ্রহণে আগ্রহী। সংগঠনটির অভিজ্ঞ ও প্রশিক্ষিত পর্যবেক্ষক দল নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও জবাবদিহিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D