৫০ লাখ টাকার আয়কর কতো? ১১ লাখ!

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৫

৫০ লাখ টাকার আয়কর কতো? ১১ লাখ!

Manual3 Ad Code

সারাহ |

বছরে আপনি ৫০ লাখ টাকা আয় করলে, দিতে হয় ১১ লাখ আয়কর।
১ কোটিতে ২৬ লাখ,
২ কোটিতে ৫৬ লাখ!

তাহলে বন্ধুরা বলুন,
যদি কারও আয় হয় বছরে ৫৪ হাজার কোটি টাকা —
তবে তার আয়কর কত জানেন?
? প্রায় ১১,৮৮০ কোটি টাকা (মাত্র এক বছরে!)

Manual1 Ad Code

কিন্তু গল্প এখানেই শেষ না।

Manual3 Ad Code

এই কর মওকুফের জাদুকাঠি কিন্তু এক বছরের নয় —
পেয়েছেন টানা ৫ বছরের জন্য কর অব্যাহতি!

➡️ ৫ বছরে মওকুফ টাকার পরিমাণ?
? ৫৯,৪০০ কোটি টাকা!

Manual7 Ad Code

কর গরিবের দায়িত্ব,
আর ধনীর জন্য শুধুই কর অবকাশ —
এই ন্যায়ের নামে চলছে যে অবিচার,
তা জনগণ কবে বলবে: “ব্যস, এবার যথেষ্ট হয়েছে!”

Manual3 Ad Code

_কিন্তু সমস্যা হচ্ছে তারা আশেপাশের দালাল গুলা আরো এত বেশি চাটুকার, তারা নিজে থেকেই এমন প্রস্তাব দিয়েছে আপনার সকল কর্ম করে দেওয়া হলো এবং আগামী পাঁচ বছরের জন্য আপনার কোন ধরনের কর দেওয়া লাগবে না। সেই সাথে নিত্য নতুন প্রতিষ্ঠান বানান কোন ধরনের সরকারি ফি দেওয়া লাগবে না। যার কারণে গত দশ মাসে উনি চালু করেছে তার ২৪টা নতুন প্রজেক্ট!

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code