দুই দফা দাবীতে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি তথ্য আপা কর্মীদের

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫

দুই দফা দাবীতে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি তথ্য আপা কর্মীদের

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ জুন ২০২৫ : অবিলম্বে দুই দফা দাবি না মানলে আবারও যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে ১৪তম দিনের মতো অবস্থান করছেন তারা।

মঙ্গলবার (১০ জুন ২০২৫) সকাল সাড়ে ৯টা থেকেই সেখানে অবস্থান নেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা। দুপুর সাড়ে ১২টায় সরেজমিন গিয়ে দেখা যায়, দেড় শতাধিক কর্মী নিজেদের দাবি সম্বলিত ব্যানার সাঁটিয়ে অবস্থান নিয়েছেন।

Manual7 Ad Code

ক্ষোভ প্রকাশ করে তথ্য আপা প্রকল্পের কর্মীরা বলেন, ‘এতদিন হয়ে গেলেও সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনও যোগাযোগ না করা দুঃখজনক। তাই কঠোর কর্মসূচি ছাড়া কোনও উপায় নেই। কারণ আমরা ন্যায্য অধিকার নিয়েই এখানে এসেছি।’

Manual3 Ad Code

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত এ প্রকল্পে (দ্বিতীয় পর্যায়ের) কর্মরতদের সমগ্রেডে পদসৃজনপূর্বক রাজস্ব খাতে স্থানান্তর ও কর্তনকৃত বেতন ভাতা অবিলম্বে পরিশোধের দাবীতে ঈদুল আজহার আগে গত ২৮ মে থেকে আন্দোলনে রয়েছেন তারা।

Manual5 Ad Code

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার দিনেও সেখানে ছিলেন আন্দোলনকারীরা। কিন্ত সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস না পেয়ে ঈদের পর দিন রবিবার (৮ জুন) থেকে প্রতিদিন অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।

Manual7 Ad Code

আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, তাদের চাকরি স্থায়ী করার কথা বলে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে ২৪০০ ও সহকারীদের বেতন থেকে ১৩৯০ টাকা কেটে নেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু দাবি পূরণের কোনও অগ্রগতি না দেখে গত ফেব্রুয়ারিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন। মাঝে তিন মাসের বেশি সময় অতিবাহিত হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি।

তৃণমূল নারীদের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আইন, জেন্ডার, ব্যবসা, পরিবার পরিকল্পনা এবং সাইবার সিকিউরিটি এই ৮টি বিষয়ে জরুরি তথ্য সরবরাহ ও সহায়তা দিয়ে আসছেন দেড় হাজার কর্মী।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code