পরজীবী লার্ভার ত্বকের নিচে হেঁটে বেড়ানোর ভয়ঙ্কর ফল!

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫

পরজীবী লার্ভার ত্বকের নিচে হেঁটে বেড়ানোর ভয়ঙ্কর ফল!

সুরাইয়া আক্তার |

🐍 পায়ের নিচে সাপের মতো দাগ? এটা কি সত্যিই সাপের কামড়? নাকি আরও ভয়ংকর কিছু? 😨

সেই সন্ধ্যাবেলায় ছোট বোনটা এসে বলল —
“দেখো তো ভাইয়া, পায়ের চামড়ায় কেমন যেন সাপের মতো দাগ পড়ে গেছে…”
চুলকায় ভীষণ, ঘুমাতে পারে না। দাগটা যেন প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়।

দেখেই বুঝলাম — এটা সাপের ছোবল না,
এটা Cutaneous Larva Migrans — পরজীবী লার্ভার ত্বকের নিচে হেঁটে বেড়ানোর ভয়ঙ্কর ফল!
একেই তো গ্রামের মানুষ বলে “পেট রগা”।

😷 কিভাবে হয় এই রোগ?

যখন আপনার সন্তান খালি পায়ে খেলে দূষিত বালিতে,
যখন আপনি খালি পায়ে হাঁটেন উপকূল বা নদী-তীরের মাটিতে —
তখনই কুকুর/বিড়ালের মলে থাকা হুকওয়ার্ম লার্ভা ত্বকের নিচে ঢুকে পড়ে।

ওরা সাপের মতো ঘুরে বেড়ায়, আর আপনার চামড়ায় রেখে যায় লাল আঁকাবাঁকা দাগ।

⚠️ লক্ষণ:

🔸 চরম চুলকানি
🔸 সর্পিল লাল দাগ
🔸 সাধারণত পা, পায়ের আঙুল বা পায়ের পাতা
🔸 দিনদিন বাড়তে থাকে ছড়িয়ে

🛑 করণীয়:

✅ শিশুদের খালি পায়ে মাটি বা বালিতে হাঁটতে দিবেন না
✅ পোষা প্রাণীর নিয়মিত ডিওয়ার্মিং করুন
✅ আক্রান্ত হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
✅ Albendazole বা Ivermectin জাতীয় ওষুধে দ্রুত আরোগ্য হয়

🗣️ একটা শেয়ার হয়তো কাউকে এই ভয়ঙ্কর রোগ থেকে বাঁচাতে পারে।

👉 এই পোস্টটা আপনার সন্তানের মতো কারো পায়ের নিরাপত্তার হাতিয়ার হতে পারে।
শেয়ার করুন — সচেতনতা ছড়ান।
বিশ্বাস করুন, আপনি এখন একজন জীবনের রক্ষাকারী! 💙
#

–ডা:- আব্দুর রহমান
এমবিবিএস ( শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল)
সিসিডি ( বারডেম)
পিজিটি ( সার্জারী)
এফসিপিএস ( অর্থোপেডিক্স)  এফপি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

সংগৃহীত

#CutaneousLarvaMigrans #পেটরগা #SkinDisease #ডা_আব্দুর_রহমান #স্বাস্থ্যসচেতনতা

এ সংক্রান্ত আরও সংবাদ