মাগুরছড়ার গ্যাস ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায়ে করণীয় নিয়ে এআর টিভির টকশো আজ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫

মাগুরছড়ার গ্যাস ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায়ে করণীয় নিয়ে এআর টিভির টকশো আজ

Manual3 Ad Code

সৈয়দা নাজমা বেগম, বিশেষ প্রতিনিধি | লন্ডন  (যুক্তরাজ্য), ১৪ জুন ২০২৫ : জাতীয় সম্পদ নিয়ে জাতীয় ভাবনা “মাগুরছড়া ব্লো-আউটের ২৮ বছর: গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায়ে করণীয়” শীর্ষক এআর টিভির টকশো আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (১৪ জুন ২০২৫) বাংলাদেশ সময় রাত ৯টা আর যুক্তরাজ্য সময় বিকেল ৪টায় লন্ডনস্থ এআর টিভির এ টকশো অনুষ্ঠিত হচ্ছে।

? এআর টিভির প্রযোজনা
?️ জাতীয় সম্পদ নিয়ে জাতীয় ভাবনা
? বিষয়: মাগুরছড়া ব্লো-আউটের ২৮ বছর – গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায়ে করণীয়
?️ আজ
? বাংলাদেশ সময় রাত ৯টা
? যুক্তরাজ্য সময় বিকেল ৪টা

?‍? উপস্থাপক:
জাহাঙ্গীর নাকির

? আলোচকবৃন্দ:
▪️ কমরেড রুহিন হোসেন প্রিন্স
সাধারণ সম্পাদক, সিপিবি
কেন্দ্রীয় সমন্বয়ক, বাম গণতান্ত্রিক জোট

▪️ ড. আখতার সোবহান মাসরুর
সদস্য সচিব, তেল, গ্যাস ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি (যুক্তরাজ্য শাখা)

▪️ কমরেড সৈয়দ আমিরুজ্জামান
(গবেষক, সাংবাদিক ও কলামিস্ট)
সাধারণ সম্পাদক
মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি

Manual7 Ad Code

▪️ ড. খায়রুল চৌধুরী
অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Manual7 Ad Code

▪️ পাভেল পার্থ
গবেষক ও লেখক

? প্রযোজক: জয়দ্বীপ রায়
? জাতীয় স্বার্থ, পরিবেশ, ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার প্রশ্নে গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনার অংশগ্রহণ জরুরি।
? দেখুন, জানুন ও যুক্ত থাকুন জাতীয় ভাবনায়। https://www.youtube.com/watch?v=fplLt0DKRt4

Manual2 Ad Code

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code