মানুষের ভালোবাসায় শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টের দ্বিতীয় ক্যাম্পেইন শুরু

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৫

মানুষের ভালোবাসায় শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টের দ্বিতীয় ক্যাম্পেইন শুরু

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ জুন ২০২৫ : প্রথম ক্যাম্পেইনের সফলতার পর শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টের এবার দ্বিতীয় ক্যাম্পেইন শুরু হয়েছে।

শ্রীমঙ্গলের শালিক রেস্টুরেন্টের কর্তৃপক্ষ জানান, “আমাদের প্রথম ক্যাম্পেইনে মানুষের যে ভালোবাসা পেয়েছি তার ধারাবাহিকতায় আমদের এই দ্বিতীয় ক্যাম্পেইন শুরু হলো।”

তারা আরও জানান, “আমাদের প্রতিটি খাবারই তৈরি হচ্ছে বিশেষ যত্নে, সাশ্রয়ী মূল্যে, নির্দিষ্ট সময়সীমায়—শুধু আপনাদের জন্য!
আশা করি আমদের সাথেই থাকবেন।”

[সকাল ১১টা থেকে শুরু হওয়া আইটেমসমূহ]:
🍽️ভর্তা/ভাজি 🍽️
১০ ধরনের ভর্তা/ভাজি(আনলিমেট)
সাদা ভাত (আনলিমিটেড)
মুশুরি ডাল (আনলিমিটেড)
গ্রীন সালাদ
মিষ্টি পায়েস
💵 ১৫০ টাকা

🍽️ বাঙালিয়ানা খানাপিনা ১ 🍽️
রুই মাছ কারী
সাদা ভাত (আনলিমিটেড)
মুশুরি ডাল (আনলিমিটেড)
২ ধরনের ভর্তা/ভাজি
গ্রীন সালাদ
মিষ্টি পায়েস
💵 ১৫০ টাকা

🍽️  বাঙালিয়ানা খানাপিনা ২ 🍽
হাঁসের কালাভূনা (২ পিস)
সাদা ভাত (আনলিমিটেড)
মুশুরি ডাল (আনলিমিটেড)
২ ধরনের ভর্তা/ভাজি
গ্রীন সালাদ
মিষ্টি পায়েস
💵 ১৭০  টাকা

🍽️  বাঙালিয়ানা খানাপিনা ৩ 🍽
ছোট মাছের তরকারি
সাদা ভাত (আনলিমিটেড)
মুশুরি ডাল (আনলিমিটেড)
২ ধরনের ভর্তা/ভাজি
গ্রীন সালাদ
মিষ্টি পায়েস
💵 ১৭০  টাকা

[বিকাল ৩টা থেকে শুরু হওয়া আইটেমসমূহ]:

🍽️ সন্ধ্যাকালীন প্যাকেজ ১ 🍽️
হাঁসের কালাভুনা (২পিস)
শাহি লুচি
গ্রীন সালাদ
মিষ্টি পায়েস
💵 ১০০ টাকা

🍽️ সন্ধ্যাকালীন প্যাকেজ ২ 🍽️
স্পেশাল হালিম
শাহি লুচি
গ্রীন সালাদ
মিষ্টি পায়েস
💵 ১০০ টাকা

🍽️ সন্ধ্যাকালীন প্যাকেজ ৩ 🍽️
চিকেন মাসালা  (২পিস)
শাহি লুচি
গ্রীন সালাদ
মিষ্টি পায়েস
💵 ১০০ টাকা

*এই ক্যাম্পেইনের প্যাকেজ পার্সেল এবং হোম ডেলিভারির জন্য নয়
*প্রতিটি প্যাকেজ ১জনের জন্য

অর্ডার ও রিজার্ভেশন:
01324-448178
লোকেশন: ভানুগাছ রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
শালিক রেস্টুরেন্ট — যেখানে খাবারের সঙ্গে মিশে থাকে ভালোবাসা।

#Sreemangal #sreemangalfood #sreemangalfood# #sreemangal_Oodies Cafe#sreemangal_foodies #shalik_restaurant #আমাদের_শ্রীমঙ্গল #বাঙালিয়ানা_খানাপিনা #বাঙালিয়ানা

FoodLover #food #shalik_restaurant

এ সংক্রান্ত আরও সংবাদ