বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের কাছে তুলে দেওয়া নিয়ে সিলেটে বাসদের মতবিনিময় সভা ২১ জুন

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২৫

বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের কাছে তুলে দেওয়া নিয়ে সিলেটে বাসদের মতবিনিময় সভা ২১ জুন

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | সিলেট, ২০ জুন ২০২৫ : বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের কাছে তুলে দেওয়া নিয়ে সিলেটে মতবিনিময় সভার আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

Manual5 Ad Code

আগামীকাল শনিবার (২১ জুন ২০২৫) বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে তুলে দেওয়া ও কথিত মানবিক করিডোর; কার স্বার্থে? শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সিলেটের চৌহাট্টায় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন।

এছাড়াও বক্তব্য রাখবেন বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

সভাপতিত্ব করবেন বাসদ সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড আবু জাফর আহ্বায়ক।

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে তুলে দেওয়া ও কথিত মানবিক করিডোর; কার স্বার্থে? শীর্ষক মতবিনিময় সভা সফল করার আহবান জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সিলেট জেলা শাখার আহবায়ক কমরেড আবু জাফর বলেন, “জাতীয় সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ না নিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব পৃথিবীর সেরা বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া, রাখাইনে কথিত মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত আমাদের জাতীয় স্বার্থ , নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নের সাথে সম্পর্কিত।

তিনি আরও জানান, “জাতীয় স্বার্থের সাথে নীতিগত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান অনির্বাচিত অন্তর্র্বর্তী সরকারের নাই।”

কমরেড আবু জাফর বলেন, প্রধান উপদেষ্টা ঈদের আগে তার ভাষণে বন্দর নিয়ে যে ভাষায় কথা বলেছেন তা রাষ্ট্র ক্ষমতার শীর্ষ পদে আসিন কারো পক্ষে এহেন বক্তব্য গ্রহণযোগ্য নয়।

যোগাযোগ :

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ
সিলেট জেলা শাখা।
মোবাইল: ০১৭১৯৪২৪৬৩৬

Manual6 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code