এআই ডিকোডেড : কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক বক্তৃতা ২৬ জুন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫

এআই ডিকোডেড : কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক বক্তৃতা ২৬ জুন

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ২১ জুন ২০২৫ : “এআই ডিকোডেড ::কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক বিজ্ঞান বক্তৃতা বা আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে বিজ্ঞানচিন্তা।

আগামী ২৬ জুন ২০২৫ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

আয়োজকরা জানান, এখন সবখানেই এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখা যাচ্ছে। ২০২৪ সালে পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল পুরস্কারও গেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ঘরে। বর্তমানে শুধু প্রযুক্তিই নয়, চাকরি, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রচলিতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আমরা চ্যাটজিপিটি, জেমিনি বা ডিপসিককে চিনি। কিন্তু এর বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তার যে বিপুল ব্যবহার, তার কতটা জানি আমরা? কৃত্রিম বুদ্ধিমত্তা পুরোদমে যাত্রার করার পরে সবে দুই বছর পেরিয়েছে। এই সময়ে এসে আমরা নানা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার যে ব্যবহার দেখছি, ভবিষ্যতে সেটা কোথায় গিয়ে থামবে? কীভাবে আমরা এর সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের এগিয়ে নেব? ব্যক্তিজীবনে, পড়ালেখা এবং ক্যারিয়ারে নিজেকে এগিয়ে নিতে এআইকে কীভাবে ব্যবহার করা যায়?

Manual5 Ad Code

এসব প্রশ্নের জবাব পেতে এআই রহস্য ভেদ করা চাই। সে জন্য বাংলাদেশ এআই অলিম্পিয়াডের দলনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন কৃত্রিম বুদ্ধিমত্তার বিজ্ঞান, বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার এবং বাংলাদেশে আমাদের করণীয় বিস্তারিত আলোচনা করবেন। আর ইন্টেলিজেন্স মেশিন্স এবং ও ঢাকা এআই ল্যাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ—যাঁর প্রতিষ্ঠানের এআই ব্যবহার করছে বিকাশ, যিনি নিজে নানা ধরনের এআই ডেভেলপ করছেন—তিনি বলবেন বিভিন্ন ধরনের এআইয়ের ব্যবহারিক প্রয়োগের কথা, শোনাবেন নিজের অভিজ্ঞতা এবং দিকনির্দেশনা দেবেন শিক্ষার্থীদের।

শুধু বক্তৃতা বা আলোচনাই নয়, অংশগ্রহণকারীদের জন্য থাকবে প্রশ্ন করার সুযোগ। এ বিষয়ে আপনার যেকোনো জিজ্ঞাসার উত্তর মিলবে বিশেষজ্ঞদের কাছ থেকে।

এছাড়াও উপস্থিত দর্শকদের জন্য রয়েছে কুইজ প্রতিযোগিতা।

এআই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানচিন্তার পাঠকদের আরও একধাপ এগিয়ে নিতেই এই আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

একনজরে

আলোচক:
অধ্যাপক বি এম মইনুল হোসেন,
দলনেতা, বাংলাদেশ এআই অলিম্পিয়াড টিম; পরিচালক, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

মোহাম্মদ অলি আহাদ,
প্রতিষ্ঠাতা, ইন্টেলিজেন্স মেশিন লিমিটেড ও ঢাকা এআই ল্যাব

Manual4 Ad Code

প্রশ্নোত্তর পর্বে আরও থাকবেন:
অধ্যাপক আরশাদ মোমেন,
তাত্ত্বিক পদার্থবিদ ও অধ্যাপক, ফিজিক্যাল সায়েন্সেস বিভাগ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ

তারিখ: ২৬ জুন, বৃহস্পতিবার
স্থান: দ্বিতীয় তলা, বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন, বাংলামোটর, ঢাকা।
সময়: বিকেল সাড়ে ৪টা-৭টা

Manual6 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code