করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগ, শ্রীমঙ্গলে কেউ শনাক্ত না হলেও সতর্কতার পরামর্শ

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০২৫

করোনার নতুন ধরন নিয়ে উদ্বেগ, শ্রীমঙ্গলে কেউ শনাক্ত না হলেও সতর্কতার পরামর্শ

Manual4 Ad Code

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ জুন ২০২৫ : শ্রীমঙ্গলে এখনো নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

২০১৯ সালে বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস কেড়ে নিয়েছিল অগণিত মানুষের প্রাণ। স্বাস্থ্যবিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় আবিষ্কৃত ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ভাইরাসটি থেমে নেই। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের কয়েকটি জেলাতেও করোনার নতুন একটি সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জেলায় করোনা রোগী শনাক্ত হলেও পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এখনো নতুন করে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এ বিষয়ে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের দেহে করোনা ধরা পড়লেও, শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে এখনো পর্যন্ত করোনার নতুন সাব-ভ্যারিয়েন্টে সংক্রমণে আক্রান্ত কোনো রোগী আমরা পাইনি।

Manual1 Ad Code

তবে এই স্বস্তির খবরের পাশাপাশি তিনি একটি সতর্কবার্তাও দেন। ডা. সিনথিয়া তাসমিন বলেন, ভাইরাসটি খুব দ্রুত মানুষের দেহে ছড়াতে পারে, তাই স্বাস্থ্যবিধি ও সচেতনতা মেনে চলার কোনো বিকল্প নেই। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা এবং নিয়মিত হাত পরিষ্কার রাখার মতো সাধারণ অভ্যাসগুলোই আমাদের সুরক্ষিত রাখতে পারে।

Manual2 Ad Code

করোনার লক্ষণ প্রসঙ্গে তিনি আরও বলেন, কিছু নির্দিষ্ট লক্ষণ, যেমন—জ্বর, কাশি, গলাব্যথা ও শরীর ব্যথা দেখা দিলে করোনা পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। তবে এতে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তাঁর মতে, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

Manual6 Ad Code

সব মিলিয়ে, দেশব্যাপী করোনার নতুন উপধরনের বিস্তারের খবরে উদ্বেগ থাকলেও শ্রীমঙ্গলের বর্তমান পরিস্থিতি স্বস্তিদায়ক। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার এবং ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা অবলম্বনের ওপরই জোর দিচ্ছে স্থানীয় স্বাস্থ্য প্রশাসন।

Manual1 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code