২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে উই ডিজিটাল মেলা

প্রকাশিত: ৮:৩৮ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫

২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে উই ডিজিটাল মেলা

Manual4 Ad Code

নাজনীন আরা রনি |

?উই ডিজিটাল মেলা।?উই ডিজিটাল মেলা।?

থেমে গেলাম, তো হেরে গেলাম। লেগে থাকলে বিজয় না আসলেও শিখতে পারবো অনেক কিছু। তাই লেগে আছি।

হতাশা আসে, হতাশাকে কাটিয়ে আবার এগিয়ে যাই।আর এই এগিয়ে যাওয়া হাতছানী দিয়ে ডাকে কিছু সুযোগ। যা আমাদের এগিয়ে যাওয়ার পথে সারথি হয়।

তেমনি একটা সুযোগ নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই উই রিলোডেড প্লাটফর্মে শুরু হতে যাচ্ছে, উই ডিজিটাল মেলা। হ্যা, একদম ঠিক শুনছেন।

আসছে ২ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে উই ডিজিটাল মেলা।

আমি মনে করি উই উদ্যোক্তাদের জন্য এটা একটা দারুন সুখবর! উইতে আয়োজন হতে যাচ্ছে, একটি অনলাইন “ডিজিটাল মেলা”।

Manual4 Ad Code

যা শুরু হবে আগামী ২ জুলাই ২০২৫ থেকে।

Manual1 Ad Code

এই মেলায় অংশগ্রহণ একদম বিনামূল্যে, কোন ফি নেই।
তবে কিছু নিয়ম-কানুন মেনে এখানে অংশ নিতে হবে।

নিয়ম মেনে পোস্ট করলেই অংশ গ্রহণ করতে পারবেন এই অনলাইন মেলায়।

চলুন তবে নিয়ম গুলো বিস্তারিত জেনে নেই। আর নিচে সেসব  নিয়মের  বিস্তারিত দেওয়া হলো:

Manual1 Ad Code

অংশগ্রহণের শর্তাবলী:

Manual7 Ad Code

১. শুধুমাত্র উইতে যুক্ত থাকা সদস্যরাই মেলায় অংশ নিতে পারবেন।
২. মেলার ক্রেতা হতে পারবেন সবাই।
৩. উইতে কমপক্ষে ৩০ দিন যুক্ত আছেন — এমন সদস্যরাই অংশগ্রহণ করতে পারবেন।
৪. শুধুমাত্র দেশীয় পণ্যের স্টল মেলায় অংশ নিতে পারবে।
৫. নেট থেকে নেওয়া ছবি বা AI-জেনারেটেড ছবি ব্যবহার করা যাবে না।
৬. #wedigitalmela_2025/1 এই হ্যাশট্যাগ ব্যবহার বাধ্যতামূলক।
৭. অফার দেয়া যাবে, তবে অফার যেই পণ্যের জন্য, সেই পণ্যের পোস্টেই দিতে হবে। আলাদা অফার পোস্ট অনুমোদন পাবে না।
৮. খাদ্য ও হারবাল পণ্যের জন্য ডিসক্লেইমার দেওয়া বাধ্যতামূলক।
৯. ক্রয়-বিক্রয়ে উই কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।
১০. পোস্টের কনটেন্ট এবং ছবির মধ্যে অবশ্যই মিল থাকতে হবে।
১১. ৫ লাইনের কম লেখা হলে পোস্ট এপ্রুভ হবে না।
১২. হ্যাশট্যাগ সহ যত খুশি তত পোস্ট দেয়া যাবে।

নিয়ম মেনে, যত খুশি তত পোস্ট।
★প্রচারেই প্রসার।প্রচারেই সেল।★
#

আমি
নাজনীন আরা রনি
উই রিলোডেড মডারেটর।
নরসিংদীর মেয়ে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code