হেনরি ফোর্ডের বিখ্যাত গ্রন্থ ‘সিক্রেটস অব জায়োনিজম’

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

হেনরি ফোর্ডের বিখ্যাত গ্রন্থ ‘সিক্রেটস অব জায়োনিজম’

Manual4 Ad Code

বুক রিভিউ প্রতিবেদক | ঢাকা, ০২ জুলাই ২০২৫ : পৃথিবী বিখ্যাত ও আন্তর্জাতিক বেস্টসেলার গ্রন্থ ‘সিক্রেটস অব জায়োনিজম’ বাংলায় অনুদিত ও প্রকাশিত হওয়ার সাথে সাথেই তুমুল পাঠকপ্রিয়তা পায়। এটি লিখেছিলেন বিশ্বখ্যাত ফোর্ড মোটরগাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড।

▪️বই সম্পর্কে:

Manual4 Ad Code

আমেরিকার বিখ্যাত ফোর্ড মোটরগাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক হেনরি ফোর্ড। কোম্পানি পরিচালনা করতে গিয়ে তার তো চক্ষু চড়কগাছ! এ কী! ইহুদিদের জায়োনিষ্ট জাল অক্টোপাসের মতো ঘিরে ধরেছে পৃথিবীকে!

Manual5 Ad Code

ফোর্ড ১৯২০ সালে শুরু করলেন নিজের পত্রিকা ‘দ্য ডিয়ারবর্ন ইনডিপেন্ডেন্ট’। সেখানে ৯১ পর্বের কলামে ধারাবাহিকভাবে তুলে ধরলেন ইহুদি জাল ও নেটওয়ার্ক। বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হলো।

Manual3 Ad Code

জায়োনিষ্ট মুখোশ উন্মোচিত হলে আমেরিকান ব্যবসায়ীর কলমে। ইতোমধ্যে ফোর্ড-এর কলামগুলো নিয়ে চার খণ্ডের বই তৈরি হলো; নাম- ‘The International Jew’। প্রতিক্রিয়ায় ইহুদি লবি জবাব দিতে লাগল। আমেরিকা থেকে কয়েকদিনের ব্যবধানেই সব বই লাপাত্তা হলো। পত্রিকার বিরুদ্ধে সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ উঠল। ১৯২৭ সালে বন্ধ করে দেওয়া হলো তার পত্রিকা এবং আলোচিত এই বই।

কিন্তু চাইলেই কি সব বন্ধ করে দেওয়া যায়? আশির দশকে আবার প্রকাশিত হলো বইটি। দুনিয়াব্যাপী ২৩টি ভাষায় অনূদিত হলো। বিশ্বখ্যাত সেই বইটির বাংলা অনুবাদ ‘সিক্রেটস অব জায়োনিজম’। এটি বাংলায় অনুবাদ করেছেন ফুয়াদ আল আজাদ।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code