৪৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ২য় ঢাকা মেডিকেলের অর্ণিবান দেব বাপ্পি

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

৪৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে ২য় ঢাকা মেডিকেলের অর্ণিবান দেব বাপ্পি

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ জুলাই ২০২৫ : ৪৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে দ্বিতীয় হয়েছেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান, দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজের ডা. অর্ণিবান দেব বাপ্পি।

Manual8 Ad Code

ডা. অর্ণিবান দেব বাপ্পি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

বাপ্পির শিক্ষাজীবন শুরু হয় শ্রীমঙ্গল বিটিআরআই হাইস্কুল থেকে। এই স্কুল থেকে সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। শ্রীমঙ্গল দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ভর্তি হন দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজে, যেখান থেকে তিনি সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

সাফল্যের এই ধারাবাহিকতা ছিল মেডিকেল কলেজের ফলাফলেও। সেখানে পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন বাপ্পি। পরের পরীক্ষাগুলোতেও মেধার স্বাক্ষর রাখেন তিনি। ৪৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২য় স্থান অর্জন করে সহকারী সার্জন পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

ডা. অর্ণিবান দেব বাপ্পি শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভূনবীর গ্রামের কৃতি সন্তান, ভীমশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পূর্ণিমা রানী পাল ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বিনয় ভূষন দেবের পুত্র।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা –

৪৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২য় স্থান অর্জন করে সহকারী সার্জন পদে সুপারিশ প্রাপ্ত হওয়ায় ডা. অর্ণিবান দেব বাপ্পিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, অর্ণিবানের এই অসাধারণ অর্জনে গর্বিত তাঁর পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, এলাকাবাসী এবং সমগ্র শ্রীমঙ্গলবাসী। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে। অভিনন্দন ও শুভকামনা তাকে!

এর আগে ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশন জানায়, বিভিন্ন ক্যাডারে এক হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১৬৯০ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত করা হয়েছে। তবে যোগ্যতাসম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি ও পেশাগত ক্যাডারের ২০টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

পিএসসি জানিয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন করা সম্ভব হয়নি, তাঁদের নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের কাছ থেকে শূন্য পদে নিয়োগের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে মেধাক্রম ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে আবেদন করেন প্রায় তিন লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন।

Manual6 Ad Code

২০২৪ সালের এপ্রিলে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে প্রথম দফায় এবং সরকার পতনের পর ২৫ আগস্ট দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়।

Manual3 Ad Code

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মধ্যে ততদিনে তিন হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ক্ষমতার পট-পরিবর্তনের পর ‘ন্যায্যতা বজায় রাখতে’ প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের কমিশনের নেওয়া পরীক্ষা বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় পিএসসি।

Manual8 Ad Code

পরে চলতি বছর তাদের পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এক হাজার ৬৯০ জন চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ পেলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code