২১ জন স্টুডেন্টকে সহায়তা বৃত্তি দিয়ে গেল প্রিয় বন্ধু মহসীন!

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

২১ জন স্টুডেন্টকে সহায়তা বৃত্তি দিয়ে গেল প্রিয় বন্ধু মহসীন!

Manual2 Ad Code

ফিলা পতমী | লাউয়াছড়া পুঞ্জি (কমলগঞ্জ), ০৫ জুলাই ২০২৫ : এক সময়ের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখন বড় মনের মানুষ। প্রতিবার দেশে আসলে বিভিন্ন স্কুল, কলেজ আর ইউনিভার্সিটিতে গরীব ও অসহায় ছাত্র ছাত্রীদের তার নিজ নামে করা ফাউন্ডেশন থেকে বৃত্তি দেয় সে।

Manual7 Ad Code

হ্যাঁ, বলছিলাম সহপাঠী ও বন্ধু সৈয়দ মহসিন আলীর কথা। গতবছর ইউকেতে ফেরত যাওয়ার অন্তিম মুহূর্তে বন্ধুকে বলেছিলাম, তুমিতো বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বৃত্তি দেও, সময় পেলে আমাদের পুঞ্জির স্কুলটাও ঘুরে যেও। বন্ধু জবাবে বললো, অবশ্যই যাবো বন্ধু কিন্তু দুদিন পরেই আমার ফ্লাইট, এবার যাওয়া সম্ভব হবে না মনে হয় but i assure you, next time i’ll visit your school at any cost and hope to contribute for your students also.

Manual8 Ad Code

বন্ধু তো কথা রেখেছে। ইউকেতে ছেলের পরীক্ষা শেষ হওয়ায় ছেলেকে নিয়ে অল্প সময়ের জন্য দেশে এসেছে বেড়াতে। আর আজ আমাদের আরেক সহপাঠী ও বন্ধু, প্রাইম ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ম্যানেজার কামরুল হোসেন ফাত্তাহকে নিয়ে আমাদের স্কুল ভিজিট করেছে এবং ২১ জন স্টুডেন্টকে আর্থিক সহায়তা দিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু। তোমার এই মানবিক কাজ অব্যাহত থাকুক।


#

ফিলা পতমী
সাধারণ সম্পাদক
খাসি সোশ্যাল কাউন্সিল, লাউয়াছড়া পুঞ্জি
০৫ জুলাই ২০২৫

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code