কারফিউ এর মধ্যে সাংস্কৃতিক কর্মীদের গানের মিছিল!

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

কারফিউ এর মধ্যে সাংস্কৃতিক কর্মীদের গানের মিছিল!

মফিজুর রহমান লাল্টু |

জীবনবা‌জি ঝুঁ‌কি নি‌য়ে, পু‌লিশ র‌্যাব বি‌জিবি আ‌র্মির রাই‌ফেল চ‌্যা‌লেজ্ঞ ক‌রে সাংস্কৃ‌তিক কর্মীরা ২৬ জুলাই সকা‌লে শেখ হা‌সিনা সরকা‌রের জা‌রি করা কার‌ফিউ প্রথম ভঙ্গ ক‌রে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে প্রতিবাদী সমা‌বেশ ও গা‌নের মি‌ছিল ক‌রে‌ছিল।

৩০ জুলাই সরকার ঘে‌াষিত শোক দিব‌সের দিনে প্রতিবাদী গা‌নের মি‌ছি‌লের কর্মসূ‌চিতে ব‌্যাপক প‌ুলিশী বাঁধার প‌রেও মানু‌ষের ঢল নে‌মে‌ছিল।

২ আগস্ট অনু‌ষ্ঠিত দ্রোহযাত্রা বাংলা‌দে‌শের রাজনী‌তি ও সংগ্রা‌মে এক নতুন প‌রিভাষা। এই প্রতিটি সাহসী, ঝুঁ‌কিপূর্ণ কর্মসূ‌চি শেখ হা‌সিনা সরকারের পত‌নের আ‌ন্দোল‌নে টা‌র্নিং প‌য়েন্ট হি‌সে‌বে ভূ‌মিকা রে‌খে‌ছে। জুলাই অভ‌্যুত্থা‌নে এসকল কর্মসূ‌চি পাল‌নে নেতৃত্ব দি‌য়ে‌ছে তৎকালীন ক্রিয়াশীল ৩১‌টি সংগঠ‌নের মোর্চা ‘প্রতিবাদী সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠনসমূহ’, ‌ অভ‌্যূত্থান পরবর্তী যে‌ সংগঠন‌টি ‘গণতা‌ন্ত্রিক সাংস্কৃ‌তিক ঐক‌্য’ নাম ধারণ ক‌রে কাজ কর‌ছে।

শেখ হাসিনা সরকার উ‌চ্ছে‌দ আ‌ন্দোল‌নের এই ঐ‌তিহা‌সিক দিনসমূ‌হের বর্ষপূ‌র্তি স্মর‌ণে গণতা‌ন্ত্রিক সাংস্কৃ‌তিক ঐক‌্য ‌বি‌ভিন্ন কর্মসূ‌চি গ্রহণ ক‌রে‌ছে।

কর্মসূ‌চির ম‌ধ্যে র‌য়ে‌ছে,

২৬ জুলাই গা‌নের মি‌ছিল। যে‌টি জাতীয় প্রেসক্লাবে শুরু হ‌য়ে টিএস‌সি স্বোপা‌র্জিত স্বাধীনতা চত্ত্ব‌রে যা‌বে। সেখা‌নে আ‌লোচনা সভা, জুলাই অভ‌্যুত্থান বিষয়ক প্রদর্শনী, ডকু‌মেন্টেশনসহ নানা সাংস্কৃ‌তিক আ‌য়োজন থাক‌বে।

৩০ জুলাই বি‌কে‌লে শিল্পকলা একা‌ডে‌মির সে‌মিনার ক‌ক্ষে জুলাই আ‌ন্দোলন নি‌য়ে এক‌টি সে‌মিনার অনু‌ষ্ঠিত হ‌বে।

২ আগস্ট ছাত্রসংগঠনসহ অন‌্যান‌্যদের সা‌থে যৌথভা‌বে এক‌টি বর্ণাঢ‌্য অনুষ্ঠান আ‌য়োজন করা হ‌বে।

জুলাই অভ‌্যূত্থানকে কেন্দ্র ক‌রে এক‌টি সংকলন প্রকা‌শিত হ‌বে।

জুলাই অভ‌্যুত্থান স্মর‌ণে গণতা‌ন্ত্রিক সাংস্কৃ‌তিক ঐক‌্য আ‌য়ো‌জিত অনুষ্ঠানমালায় সক‌লের অংশগ্রহণ ও সহ‌যো‌গিতার আহ্বান জানাই।