গ্রন্থ প্রকাশে আগ্রহীদের পান্ডুলিপি আহবান কারুবাক পাবলিকেশনের

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

গ্রন্থ প্রকাশে আগ্রহীদের পান্ডুলিপি আহবান কারুবাক পাবলিকেশনের

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৬ জুলাই ২০২৫ : আপনি বই প্রকাশের কথা ভাবছেন! নির্ভুল, মানসম্মত, নান্দনিক এবং পাঠকপ্রিয় বই প্রকাশের এখনই সময়। আগামী বইমেলায় যারা বই প্রকাশে আগ্রহী তাদের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কারুবাক আয়োজন করেছে পান্ডুলিপি পুরস্কার ২০২৬। আপনিও হতে পারেন বিজয়ীদের একজন। তাই দেরি না করে আপনার পান্ডুলিটি আজই পাঠিয়ে দিন কারুবাকের ঠিকানায়।স্বপ্ন আপনার আর বাস্তবায়নের দায়িত্ব কারুবাকের।

বিষয়বস্তু :

১. সৃজনশীল সাহিত্য :
গল্প, কবিতা, উপন্যাস, ছড়া, রম্য, সায়েন্স ফিকশন, নাটক ও কমিক্স।

২. প্রবন্ধ/নিবন্ধ :
মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বাংলা ও বাঙালি সংস্কৃতি, ইতিহাস ঐতিহ্য, গবেষণাসংক্রান্ত যেকোনো বিষয়।

৩. থ্রিলার :
গোয়েন্দা, রহস্য, ফিকশন, সাসপেন্স, হরর, ও ডিটেকটিভ থ্রিলার।

৪. অনুবাদ
বিদেশি যেকোনো ভাষার বই থেকে বাংলা অনুবাদ: শিশু, কিশোর, কথাসাহিত্য ও আত্মউন্নয়ন ও ইসলামিক যেকোনো বিষয়ের লেখা।

৫. শিশু/কিশোর:
অণুগল্প, ছোটগল্প, গল্প, উপন্যাস, থ্রিলার, রহস্য, ফিকশন, রম্য, নাটক ইত্যাদি।

৬. ইসলামি
অনুবাদ, কুরআন, হাদিস,ইতিহাস,গবেষণাসহ যেকোনো লেখা

৭. বিবিধ :
ফটোগ্রাফি, সাংবাদিকতা, সিনেমা, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, মার্কেটি, স্বাস্থ্য, চিকিৎসা, বিজ্ঞান, প্রকৃতি ও খেলাধুলা।

নিয়মাবলি :

★ বাংলায় মৌলিক ও অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে।
★ যেকোনো বয়সের লেখক এতে অংশ নিতে পারবেন।
★ পাণ্ডুলিপি পাঠানোর শেষ সময় ২০ আগস্ট ২০২৫
★ একজন লেখক যেকোনো ৩টি বিষয়ে পাণ্ডুলিপি পাঠাতে পারবেন।
★ টি বিভাগে একটি করে শ্রেষ্ঠ পাঁচটি পাণ্ডুলিপি কারুবাক পাবলিকেশন নিজ দায়িত্বে বইমেলা ২০২৬-এ প্রকাশ করবে।
★ পাণ্ডুলিপির সাথে লেখকের ছবিসহ সংক্ষিপ্ত পরিচিতি, মোবাইল নম্বর ও মেইল অ্যাড্রেস যুক্ত করতে হবে।
★ পাণ্ডুলিপির প্রথম পাতায় বিষয়বস্তু সম্পর্কে এক পৃষ্ঠায় সারাংশ লিখেতে হবে।
★ পাণ্ডুলিপির ফন্ট সাইজ ১২ থেকে ১৩ ফন্টে রাখতে হবে।
★ লেখা পাঠানোর সময় মেইলের সাবজেক্ট অবশ্যই উল্লেখ করতে হবে।
★ পাণ্ডুলিপি SutonnyMJ অথবা ইউনিকোড ফন্টে কম্পোজ করে সফটকপি মেইলে পাঠাতে হবে।
পাণ্ডুলিপি সফটকপি পাঠানোর ঠিকানা :karubakbd2024@gmail.com

বি.দ্র.সমাজ, রাষ্ট্রদ্রোহী, ধর্ম বিরোধী, নৈতিকতা ও মূল্যবোধহীন পাণ্ডুলিপি একেবারে-ই গ্রহণযোগ্য হবে না।

পুরস্কার :

★ সাত বিভাগ থেকে একটি করে মোট সাতজন লেখকের পাণ্ডুলিপি প্রকাশনা নিজ দায়িত্বে প্রকাশ করবে। বইমেলা-২০২৬ শেষে বিজয়ী লেখকদের সাতজন ও বেস্টসেলার তিনজন মোট দশজনকে দেয়া হবে সম্মাননা পদক ও সনদ।
★ প্রতিযোগিতার সকল বিষয়ে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
★ নির্বাচিত লেখকদের সাথে কারুবাক লিখিত প্রকাশনা চুক্তিপত্রে আবদ্ধ হবে। বিজয়ী ও নির্বাচিত সকল পাণ্ডুলিপির গ্রন্থস্বত্ব লেখকের থাকবে।

এছাড়া যেকোনো লেখক প্রেসের খরচে বইমেলা-২৬ এ নিজের একক গ্রন্থ প্রকাশ করতে পারবেন।

ধন্যবাদান্তে
প্রকাশক
কারুবাক