সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫
তাপস দাশ | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ জুলাই ২০২৫ : ? বিশিষ্ট অভিনেতা বাপ্পারাজ এর চামুং রেস্টুরেন্টে আগমন- ?
আবারও ধন্য হল চামুং রেস্টুরেন্টের প্রাঙ্গণ — প্রিয় নায়ক বাপ্পারাজ ভাই তাঁর পরিবারসহ আমাদের আতিথেয়তা গ্রহণ করলেন।
এটি তাঁর দ্বিতীয়বার চামুং-এ আগমন, এবং প্রতিবারই তিনি ও তাঁর পরিবার আমাদের খাবারের স্বাদ ও পরিবেশের অকুণ্ঠ প্রশংসা করেছেন।
? ছবিতে ধরা পড়েছে তাঁর প্রশান্তি, আর অনুভবে ছিল সন্তুষ্টি।
আমরা চিরকৃতজ্ঞ এই আন্তরিক ভালোবাসার জন্য।
? আপনিও আসুন, অনুভব করুন প্রকৃতির মাঝে ঘেরা একখণ্ড শান্তি —
চেখে দেখুন আমাদের নিজস্ব স্টাইলে প্রস্তুত করা দেশীয় ও আন্তর্জাতিক স্বাদের রন্ধনশৈলী।
? চামুং রেস্টুরেন্ট অ্যান্ড ইকো ক্যাফে— যেখানে প্রতিটি মুখে হাসি ফোটে খাবারের মাধুর্যে, আর প্রতিটি অতিথিই আমাদের আপনজন।
? আমাদের ঠিকানা রাধানগর, শ্রীমঙ্গলে আমন্ত্রিত সকল প্রিয় অতিথি, আসুন —
বাপ্পারাজ-এর মতো আপনিও হয়ে উঠুন চামুং-এর ভালোবাসার অংশ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি