সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৫
এখনকার মেয়েদের বয়স বাড়বে না, aging যেন একটা অন্যায়!
অনেকেই এখন চেহারার ভাঁজ বা বয়সের দাগ যে মানুষের পরতে পারে বা aging যে একটা সাধারণ স্বাভাবিক ব্যাপার এটা ভুলতে বসেছেন। এখন সমানে সবাই বোটক্স আর ফিলার করাচ্ছেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার করাতেই পারেন! সম্প্রতি এক আপু ১১ লক্ষ টাকা লস করেছেন নাক সুন্দর করতে যেয়ে নাকি অসুন্দর করে দিয়েছেন ডক্টর! কি একটী অবস্থা। চলেন আগে বুঝি এটা কি? বোটক্স basically এমন একটা ইনজেকশন যেটা আপনার চেহারার কিছু পেশিকে (muscle) কিছুদিনের জন্য রিল্যাক্স করে দেয়। এতে কপাল বা চোখের পাশের ভাঁজগুলো কিছুদিনের জন্য চোখে পড়ে না। আর ফিলার হলো এমন কিছু, যেটা ত্বকের নিচে দিয়ে ঠোঁট বা গাল একটু ফোলা ফোলা দেখানোর জন্য ব্যবহার করা হয়। অনেকে ঠোঁট মোটা বা গাল টানটান করতে এটা করেন।
কিন্তু সমস্যা হয় তখন, যখন আমরা ভাবি এটা একবার করলেই চিরদিন থাকবে। বোটক্স সাধারণত ৩-৬ মাসের মধ্যে শেষ হয়ে যায়। তারপর চেহারা আবার আগের মতো হয়ে যায় অনেক সময় মানুষ দেখে মনে করে, আগের চেয়েও খারাপ লাগছে! কিন্তু আসলে সেটা বোটক্সের অভ্যেস হয়ে যাওয়ার কারণে হয়, না করলেই চোখে পড়ে।
আর ফিলার ১-২ বছর থাকে, কিন্তু সবসময় শরীর থেকে পুরোপুরি চলে যায় না। অনেক সময় এক জায়গায় জমে থাকে, মুখের গড়ন বদলে যেতে পারে বা lump তৈরি হয়।
আমি নিজে ডাক্তার না, তবে American Academy of Dermatology বলেছে যাদের সার্টিফিকেট নেই, তাদের দিয়ে করালে বিপদ হতে পারে।
শুধু ট্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার প্রেশার দেখে নয়, বরং নিজের ভেতরের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেন। স্বাস্থ্যবান ত্বকের জন্য সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া জরুরি। আপনি যেভাবেই আছেন, সেটাই আপনার ইউনিক সৌন্দর্য — সেটা বাড়ানো যায়, কিন্তু জোর করে বদলানোর দরকার কি। বয়স হওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটি জীবনের প্রাপ্তির সাক্ষর। প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ফিচার আছে সবাই যদি মোটা ঠোট, গাল, চোখা নাক আর চিবুক নিয়ে ঘোরে, তাহলে স্বকিয়তা কোথায়? একটু স্বাভাবিক হন, স্বাভাবিক চিন্তা করেন, এটাই আপনার confidence boost করে and confident women are beautiful women!
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি