সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২০ জুলাই ২০২৫ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে PMICS প্রোগ্রামের পঞ্চম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি (জুলাই-২০২৫ সেমিস্টার)-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামের পঞ্চম ব্যাচে ভর্তির জন্য আবেদন চলছে।
আবেদন করা যাবে আগামী ২৬ আগস্ট ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ২৯ আগস্ট ২০২৫ তারিখ রোজ শুক্রবার, সকাল ১০.৩০ ঘটিকা হতে বেলা ১১.৩০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশিত হবে আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ সোমবার দুপুর ১২.০০ ঘটিকায়।
পঞ্চম ব্যাচের ভর্তি চলবে আগামী ১০-১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ (সোমবার-বৃহস্পতিবার) সকাল ৯.৩০-বিকাল ৪.৩০ ঘটিকা পর্যন্ত, যেখানে ভর্তি পরীক্ষার মেধা তালিকা মোতাবেক প্রথম ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
ভর্তির জন্য অনলাইনে (https://pmics.cse.du.ac.bd/) আবেদন করতে হবে এবং ভর্তি পরীক্ষার দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে হবে। এখানে দেশি-বিদেশি যেকোনো শিক্ষার্থীই আবেদন করতে পারবেন। তথ্য ভেরিফিকেশন শেষ হলে ভর্তি পরীক্ষার ফি বাবদ তিন হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে।
আবেদনের যোগ্যতা—
সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই অথবা যেকোনো আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে
সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ অথবা জিপিএ-২.৫০-এর নিচে হতে পারবে না
যেকোনো বয়সীরা আবেদন করতে পারবেন। চাকুরীজীবী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
প্রোগ্রামের বৈশিষ্ট্য—
* Professional Master’s in Information & Cyber Security (PMICS) প্রোগ্রামের কারিকুলামে কিছু হালনাগাদ করা হয়েছে, যা জুলাই ২০২৫ সেমিস্টার থেকে কার্যকর হবে। নতুন কারিকুলামে মোট থিওরী কোর্সের সংখ্যা ১০ থেকে কমিয়ে ৯টি করা হয়েছে এর ফলে থিওরী কোর্সের ক্রেডিট ৩০ থেকে কমিয়ে ২৭ হয়েছে। এখানে একটি বড় পরিবর্তন হলো প্রোজেক্ট এর জন্য ক্রেডিট ৬ থেকে বাড়িয়ে ৯ করা হয়েছে, আর এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ আরও বাড়ানো এবং বাস্তবভিত্তিক সমস্যার সমাধানে দক্ষ করে গড়ে তোলা। মোট ক্রেডিট ৩৬ অপরিবর্তিত রাখা হয়েছে।
* বাণিজ্যিক চাহিদার ভিত্তিতে বিশেষায়িত কোর্স,
* ওপেন ক্রেডিট সিস্টেম
* শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা, এবং অন্যান্য দিন (প্রয়োজনে) সন্ধ্যা ০৬টা থেকে রাত ০৯টা পর্যন্ত ক্লাস।
* তিন সেমিস্টার (১৮ মাসের কোর্স)
ক্লাস শুরু: ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রোজ শুক্রবার (সম্ভাব্য)
অনলাইনে আবেদনের জন্য ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://pmics.cse.du.ac.bd/, প্রয়োজনে: 01728-636908 (সকাল: ৯.০০ ঘটিকা হতে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত)
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি