বেটার লিভিং ফাউন্ডেশনের জন্য দেশব্যাপী Volunteers Needed

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জুলাই ২০, ২০২৫

বেটার লিভিং ফাউন্ডেশনের জন্য দেশব্যাপী Volunteers Needed

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২০ জুলাই ২০২৫ : Volunteers Needed! –

Manual4 Ad Code

বেটার লিভিং ফাউন্ডেশন (BLF) পরিচালিত, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা এবং কারিগরি শিক্ষা কার্যক্রমে সহযোগিতার জন্য দেশব্যাপী কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী প্রয়োজন। স্টুডেন্ট এবং অন্যান্য পেশাজীবিরা যারা জনসেবা মূলক কাজে সম্পৃক্ত হতে চান এবং দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে চান তাদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

সুবিধাসমূহ :
১.স্বেচ্ছাসেবীদের যাতায়াত খরচ এবং খাবার খরচ বিএলএফ প্রদান করবে।
২.যেহেতু কাজটি স্বেচ্ছাসেবা মূলক,সেহেতু কাজ পরিচালনা সম্পর্কিত প্রয়োজনীয় সকল ব্যয় BLF বহন করবে।তবে কোনো মাসিক বেতন প্রদান করা হবে না।
৩.স্বাস্থ্য ও শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি শিক্ষা এবং সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন সেক্টরে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
৪.এছাড়া দক্ষতা ও অভিজ্ঞতা সনদ প্রদান করা হবে, যেটা ভবিষ্যতে আপনাদের ক্যারিয়ার গঠনে কার্যকরী ভূমিকা রাখবে।

যোগাযোগের ঠিকানা,
বেটার লিভিং ফাউন্ডেশন
বাড়ি -২৩,রোড -০৪,ব্লক- এফ,বনানী, ঢাকা ১২১৩।
Website – www.blf.org.bd
Email – blf.bd18@gmail.com
Mobile– 01602-000970
Tel – 02-48812076

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

Registration Link-
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe9n40WqTEhf0S1inI8GSKW7are6fazlY5-j1A0l8Fg27dTRQ/viewform?usp=sharing&ouid=106895905105945297330

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code