খালেদা রব্বানী: শুধুমাত্র রাজনীতিবিদ নন, মানবদরদী এক সমাজসেবী

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৫

খালেদা রব্বানী: শুধুমাত্র রাজনীতিবিদ নন, মানবদরদী এক সমাজসেবী

Manual2 Ad Code

সাবরিনা হুসেন |

আমার দাদী খালেদা রব্বানী -যিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নন, তিনি একজন সত্যিকারের মানবদরদী সমাজসেবী ! বহু মানুষকে তিনি নিজ বাড়িতে রেখে বড় করেছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন! বিদেশে পাঠিয়ে তাদের পরিবারকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলেছেন! আগের জমানায় রাজনীতিবিদরা শো অফ কম করতেন- কাজ বেশি করতেন!

Manual7 Ad Code

তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এমপি হন। পরবর্তীতে বিএনপি যতবার ক্ষমতায় গেছে – মৌলভীবাজার জেলার সংসদ সদস‍্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন!

Manual1 Ad Code

বর্তমানে তিনি স্ট্রোক হয়ে (cerebral infarcts) Lab Aid Specialised Hospital এ ভর্তি আছেন ! একজন দোর্দণ্ড প্রতাপ মানুষকে অসহায় অবস্থায় দেখতে ভালো লাগেনা ! আপনারা এই মানুষটির রোগমুক্তির জন্য দোয়া করবেন !
#
ডা: সাবরিনা হুসেন মিষ্টি
কথাসাহিত্যিক ও লেখক

Manual1 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code