সাংবাদিক সমাজের ঐক্য ও ইতিবাচক ভূমিকা এখন সময়ের দাবি!

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

সাংবাদিক সমাজের ঐক্য ও ইতিবাচক ভূমিকা এখন সময়ের দাবি!

Manual8 Ad Code

তোফায়েল আহমেদ পাপ্পু |

সাংবাদিকতা একটি মহান পেশা—এটি সত্যের অন্বেষণ, ন্যায়ের পক্ষে অবস্থান এবং জনস্বার্থে তথ্য পরিবেশনের এক বিশাল দায়িত্ব। একজন সাংবাদিক শুধুমাত্র খবর প্রকাশ করেন না, তিনি সমাজের দর্পণ হিসেবে কাজ করেন।

বর্তমানে শ্রীমঙ্গলে একটি ইস্যুকে কেন্দ্র করে সাংবাদিকদের নাম নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, বিতর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি চলছে। এ অবস্থায় আমাদের সকলের দায়িত্ব হচ্ছে—বিচক্ষণতা, ধৈর্য এবং পেশাগত শালীনতা বজায় রাখা।

ভেদাভেদ, দলাদলি বা প্রতিপক্ষতা সাংবাদিকতার মূল উদ্দেশ্য নয়। আমরা যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সহমর্মিতার চর্চা করি—তবেই একটি সুস্থ গণমাধ্যম ব্যবস্থা গড়ে উঠবে। মনে রাখতে হবে, মতভেদ থাকতেই পারে, কিন্তু তা যেন ব্যক্তি আক্রমণে পরিণত না হয়।

Manual1 Ad Code

আসুন, আমরা সকল সাংবাদিক মিলে ভেদাভেদ ভুলে গিয়ে শ্রীমঙ্গলের জন্য একটি সম্মানজনক ও পেশাদার সাংবাদিকতা চর্চা করি। আমাদের কলম হোক সত্যের পক্ষে, ন্যায়ের পথে।

Manual8 Ad Code

একটি সুন্দর, পরিচ্ছন্ন এবং গঠনমূলক শ্রীমঙ্গল গড়তে সাংবাদিক সমাজের ঐক্য ও ইতিবাচক ভূমিকা এখন সময়ের দাবি।


#
তোফায়েল আহমেদ (পাপ্পু)
সম্পাদক ও প্রকাশক
সাপ্তাহিক চায়ের জনপদ

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code