যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ের বিপরীতে কি কি ছাড় দিয়েছে বাংলাদেশ: সিপিবি

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫

যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ের বিপরীতে কি কি ছাড় দিয়েছে বাংলাদেশ: সিপিবি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০২ আগস্ট ২০২৫ : যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ছাড় দেওয়ার বিপরীতে অন্তর্বর্তী সরকার আর কোন কোন বিষয়ে ছাড় দিয়েছে তা জনগণের সামনে স্পষ্ট করে বলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২ আগস্ট ২০২৫) রাতে দলটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছেন।

কমিউনিস্ট পার্টির বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের বাজারে আগে বাংলাদেশের পণ্যের ওপর ১৫ থেকে সাড়ে ১৬ শতাংশ শুল্ক আরোপিত ছিল। যৌথ আলোচনার পর এখন তা দাঁড়িয়েছে ৩৫ থেকে সাড়ে ৩৭ শতাংশে। বলা হচ্ছে, আলোচনার মাধ্যমে ১৫ শতাংশ শুল্ক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ছাড়ের বিপরীতে বাংলাদেশ কী কী ছাড় দিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।’

এদিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির গোপনীয় বিষয়গুলো প্রকাশ করা হবে বলে জানালেও সিপিবি নেতারা তাতে সন্তুষ্ট হতে পারছেন না।

তারা বলেন, ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (NDA)-এর আওতায় অনেক তথ্য গোপন রাখা হয়েছে। তাই সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।’

তারা আরও বলেন, ‘বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই তথাকথিত ছাড়ের বিপরীতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম ও এলএনজি কিনতে হবে। ২৫টি বোয়িং বিমান কিনতে হবে। ১১০টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হবে। জনমনে আশঙ্কা তৈরি হয়েছে যে বাংলাদেশের গভীর সমুদ্রে খনিজ সম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি হচ্ছে।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ