ডা. ছাদিক আহমদ বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৫

ডা. ছাদিক আহমদ বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক নির্বাচিত

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৮ আগস্ট ২০২৫ : মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে ৩ বছর মেয়াদী পরিচলনা পর্ষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাত ৯টায় হাসপাতালে কনফারেন্স হলে ত্রি-বার্ষিক সাধারণ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সভায় নতুন করে হাসপাতালের ১৭ সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়। কমিটির সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদকে নির্বাচিত করা হয়।

Manual6 Ad Code

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ৩ বছর মেয়াদী পরিচলনা পর্ষদের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক ‘দ্য ফিনান্সিয়াল পোস্ট’-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “স্বাস্থ্য সেবার অধিকার একটি মৌলিক মানবাধিকার। এর অর্থ হল, প্রত্যেক মানুষের নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিভিন্ন মানবাধিকার সনদেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের দেশের সংবিধানের ১৫(ক) অনুচ্ছেদে স্বাস্থ্যসেবাকে সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। আর তাই, এই মহতী কাজে আপনাদের দক্ষ নেতৃত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে হাসপাতালটির সেবামূলক কার্যক্রম আরও এগিয়ে যাবে এবং সেবা প্রত্যাশী মানুষের জন্য আশা ও আলো ছড়িয়ে দেবে—এই প্রত্যাশা রাখি।
আমি বিশ্বাস করি, নতুন এই পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টায় মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল দেশের এক অন্যতম সেরা চক্ষু হাসপাতাল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।”

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code