সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২২ আগস্ট ২০২৫ : কমরেড রাশেদ খান মেননের কারাবন্দি অবস্থায় বিগত এক বছর যাবত বিচারের নামে যে অবিচার চলছে, অবিলম্বে তা বন্ধ করে নিঃশর্ত মুক্তির দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার (২২ আগস্ট ২০২৫) বিকেল পাঁচটায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির আয়োজিত এক আলোচনা সভায় পার্টির নেতৃবৃন্দ এই দাবী জানান।
পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কমরেড শরীফ শমশির, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড মুশির্দা আখতার নাহার ও সভা পরিচালনা করেন কমরেড কিশোর রায়।
আলোচনা সভায় কমরেড মেননকে প্রহসনের এই বিচার থেকে অব্যাহতি দিয়ে ও সারাদেশে পার্টির নেতা, কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের পার্টির সভাপতি বর্ষিয়ান জননেতা কমরেড রাশেদ খান মেননের কারাবন্দির এক বছর। গতবছর একুশে আগস্ট কমরেড রাশেদ খান মেননকে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেন। গত এক বছরে তার বিরুদ্ধে অর্ধশতাধিক হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে প্রহসন করছে। বাংলাদেশের মহান এই সূর্য সন্তানকে পিছনে হাতকড়া লাগিয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। কমরেড মেনন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মাতৃভূমি স্বাধীনতার জন্য না হলে তাকে অনেক বার কারা ভোগ করতে হয়েছে। পাকিস্তান সরকার কে মানসিক নির্যাতন করতে কন্ঠরোধ করেছেন। স্বাধীন বাংলাদেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার বাংলার এই সূর্য সন্তানকে গ্রেফতার করে আদালত ও গোয়েন্দা দপ্তরের জিজ্ঞাসাবাদের নামে যেভাবে নাজেহাল তাতে বিশ্ব বিবেক স্তম্বিত ও লজ্জিত।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি