মৃত্যুগাঙে ঢেউয়ের সংসারে

প্রকাশিত: ৪:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২৫

মৃত্যুগাঙে ঢেউয়ের সংসারে

Manual8 Ad Code

হাসান হাফিজ |

গাঙের মাঝি গাঙেরে কি চিনে?
এই প্রশ্ন হয় না মনে উদয়
গাঙের ঢেউয়ে আছাড় পিছাড়
দ্বন্দ্ব দ্বিধা টানাপোড়েন আশঙ্কা সংশয়
গাঙ যে মাঝির পরানসখা, বন্ধুতা তার বিনে
অন্য কোনো রয় কি পরিচয়?
গাঙে উঠলে মৃত্যুমাতাল ঢেউ
পায় না রেহাই কেউ
মাঝগাঙ্গে সে ডুইব্যা মরে, কীভাবে উদ্ধার
চারদিকেতে ঢেউয়েরই সংসার
মাঝি ও গাঙ, অন্য কেহই নাই
চিরকালীন দুইয়ের সখ্য, কোন্ ইশারা পাই
গাঙের মাঝি গাঙের গূঢ় গোপন কথার
শরিক হইতে চায়
কত্তটুকুন পারে ক্ষুদ্র এই জীবনে
আয়ু ক্ষইয়ে যায়
অল্প কিছুই সুলুক সন্ধান
সন্তোষ নাই তায়…
#

Manual5 Ad Code

এই কবিতার সারাংশ বা সারমর্ম –
লিখেছেন সৈয়দ আমিরুজ্জামান –

নদী ও মাঝির সম্পর্ক অবিচ্ছেদ্য—মাঝি যেমন নদীকে চিনে, নদীও মাঝির একমাত্র সঙ্গী। কিন্তু সেই নদীর ঢেউয়ের মধ্যে আছে ভয়, দ্বন্দ্ব, অনিশ্চয়তা ও মৃত্যুর সম্ভাবনা। মাঝি নদীর ঢেউয়ের সাথে লড়াই করে বাঁচতে চায়, কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু থেকে কেউ রেহাই পায় না। তবু মাঝি চেষ্টা করে নদীর গভীর গোপন কথার সঙ্গী হতে, জীবনের স্বল্পায়ুতে যতটুকু সম্ভব তার রহস্য বুঝতে। কিন্তু এই প্রচেষ্টা সবসময় অপূর্ণ থাকে—মানুষ চাইলেও জীবনের পূর্ণ সত্যকে জানতে পারে না, তাই তার মধ্যে অসন্তোষ থেকেই যায়।

Manual7 Ad Code

? সংক্ষেপে, কবিতাটি জীবনের অনিশ্চয়তা, মৃত্যুর অনিবার্যতা এবং মানুষের সীমাবদ্ধ জ্ঞানের বেদনা তুলে ধরে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code