সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৯ সেপ্টেম্বর ২০২৫ :দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের প্রাক্তন সদস্য ও সাপ্তাহিক চায়ের জনপদ পত্রিকার সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু।
তাকে ঘিরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টায় প্রেসক্লাবে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হন সহকর্মী সাংবাদিকরা।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সদস্য ইসমাইল মাহমুদ এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও নবীন সদস্যরা। এসময় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে পাপ্পুকে বরণ করে নেন সহকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, আরপি নিউজের সম্পাদক, ক্লাবের কার্যকরী কমিটির দপ্তর সম্পাদক মুসলিম চৌধুরী, সদস্য আবুজার রহমান বাবলা, নূর মোহাম্মদ সাগর, শাকির আহমেদ, সৈয়দ ছায়েদ আহমেদ, শামসুল ইসলাম শামিম, মো. শাহাবুদ্দিন আহমেদ, মিজানুর রহমান আলম, আমজাদ হোসেন বাচ্চু, রুবেল আহমেদ, গোলাম কিবরিয়া জুয়েল ও অরবিন্দ দেব।
সৈয়দ আমিরুজ্জামানের বক্তব্য
সংবর্ধনায় সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “তোফায়েল পাপ্পু প্রবাস জীবনের আগে থেকেই একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার লেখনী শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ ছিল না, সমাজের অনিয়ম-অবিচার, সংস্কৃতি ও সাধারণ মানুষের জীবনচিত্রও ফুটে উঠত তার প্রতিবেদনে। দীর্ঘ প্রবাস জীবনে থেকেও সাংবাদিকতার প্রতি টান হারায়নি সে। বরং প্রবাসে থেকেও দেশের সংবাদপত্র ও সাংবাদিকতার সঙ্গে যোগাযোগ রেখে গেছে।
আজ সে আমাদের মাঝে ফিরেছে, যা আমাদের জন্য আনন্দের বিষয়। তরুণ প্রজন্মের সাংবাদিকদের কাছে সে এক অনুপ্রেরণা। কারণ, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা—এই বার্তাই সে বারবার প্রমাণ করেছে। প্রবাসী হয়েও যে একজন সাংবাদিক তার মাটির টান, মানুষের টান ও সাংবাদিকতার দায় কখনো ভুলে যায় না, তোফায়েল পাপ্পু তার জীবন্ত উদাহরণ।”
অন্যান্য বক্তাদের অভিমত
প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন বলেন, “তোফায়েল পাপ্পু দীর্ঘ সময় প্রবাসে থেকেও শ্রীমঙ্গলের সাংবাদিকতা ও সংস্কৃতির সঙ্গে আবেগের সম্পর্ক বজায় রেখেছেন। তাঁকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রায় সকলেই সাড়া দিয়েছেন।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, পাপ্পু শুধু সাংবাদিক নন, তিনি সাংস্কৃতিক অঙ্গনেরও একজন কর্মী ছিলেন। তার দেশে ফেরায় শ্রীমঙ্গলের সাংবাদিক অঙ্গন সমৃদ্ধ হলো।
প্রসঙ্গত, তোফায়েল পাপ্পু সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল, খোলা কাগজ, আনন্দ টিভি ও স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাইয়ের প্রেস উইং-এ কর্মরত রয়েছেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি