ইউএপি, ঢাবি ও জার্মান বিশ্ববিদ্যালয়ের যৌথ আন্তর্জাতিক সম্মেলন শুরু

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

ইউএপি, ঢাবি ও জার্মান বিশ্ববিদ্যালয়ের যৌথ আন্তর্জাতিক সম্মেলন শুরু

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ : ব্যবসা ও প্রযুক্তির সমন্বয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাবিদ, গবেষক ও নীতি-নির্ধারকদের নিয়ে শুরু হয়েছে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড টেকনোলজি (আইসিবিটি)-২০২৫’।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) আন্তর্জাতিক এ সম্মেলন শুরু হয়।

Manual6 Ad Code

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্কুল অব বিজনেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ এবং জার্মানির ওয়েইডেন বিজনেস স্কুল ও ইনস্টিটিউট অব সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়ন অর্জনে ব্যবসা ও প্রযুক্তির আন্তঃসম্পর্ক’।

সম্মেলন আজ ইউএপি ক্যাম্পাসে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে আগামীকাল ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হবে। দুইদিনব্যাপী এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫০ জন অংশগ্রহণকারী শতাধিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জন আন্তর্জাতিক কী-নোট বক্তার বক্তব্য, বিভিন্ন উপস্থাপনা, ইন্টারেক্টিভ সেশন ও প্যানেল আলোচনা, যেখানে ব্যবসা ও প্রযুক্তির সমন্বয়ে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা হবে।

ইউএপি অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, ‘এ ধরনের সম্মেলন শিক্ষাবিদ, পেশাজীবী ও নীতি নির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে, যা জাতির টেকসই উন্নয়নে অবদান রাখে।’

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক, ইউএপি’র উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

স্থপতি মাহবুবা হক ইউএপি’র একাডেমিক উৎকর্ষতা, উদ্ভাবন ও বৈশ্বিক সম্পৃক্ততার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, এই সম্মেলন ইউএপি’র উচ্চশিক্ষা ও গবেষণার ভিশনকে প্রতিফলিত করছে।

অধ্যাপক ড. মামুন আহমেদ বিশ্ববিদ্যালয়গুলোর পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

দুইদিনব্যাপী সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম. এ. বাকি খালিলী (ইউএপি), ড. ক্রিশ্চিয়ানে হেলবাখ (ওটিএইচ অ্যামবার্গ-ওয়েইডেন) ও অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম (ঢাকা বিশ্ববিদ্যালয়)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস. আর. ওসমানী; তিনি ব্যবসা, প্রযুক্তি ও টেকসই উন্নয়নের সমন্বয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএপি’র ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সরওয়ার রাজ্জাক চৌধুরী। আয়োজকদের মতে, এ সম্মেলন গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ব্যবসা ও প্রযুক্তির ক্ষেত্রে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code