সিলেট ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ : দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি তাদের সংবাদ বিভাগে ট্রেইনি নিউজরুম এডিটর পদে নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সম্প্রচার জগতে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের নিউজ কন্ট্রোল অ্যান্ড অ্যাসাইনমেন্ট (এনসিএ) বিভাগে পূর্ণকালীন ভিত্তিতে কাজ করতে হবে। কর্মস্থল হবে রাজধানী ঢাকা।
দায়িত্ব ও করণীয়
এই পদে নিয়োগপ্রাপ্তরা মূলত নিউজ টিকার ও ব্রেকিং নিউজের জন্য দ্রুত তথ্য সংগ্রহ, যাচাই এবং প্রচারে সহায়তা করবেন। পাশাপাশি, অ্যাসাইনমেন্ট ডেস্কের সংবাদ কাভারেজ পরিকল্পনা ও প্রতিবেদকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্বও থাকবে তাদের ওপর।
তাদেরকে নিউজ এডিটর ও ডেস্কের নির্দেশনা অনুযায়ী সংবাদ সম্পাদনা ও প্রস্তুত করতে হবে। সময়ানুবর্তিতা এবং নির্ভুলতা বজায় রাখা হবে এই পদে অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস হতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন।
বেতন ও সুবিধা
প্রাথমিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে—
বছরে দুটি উৎসব ভাতা (প্রতিটি ভাতা মাসিক বেতনের ৫০ শতাংশ হারে),
বার্ষিক বেতন বৃদ্ধি,
মোবাইল বিল সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদেরকে আগামী ৫ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে অনলাইন ফর্ম পূরণ ও সিভি জমা দিতে হবে। আবেদন করতে হবে নিম্নোক্ত লিংকে:
???? https://tinyurl.com/nreticker
দেশ টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, সংবাদমাধ্যমে ক্যারিয়ার গড়তে উদ্যমী, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এবং সময় ব্যবস্থাপনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি