এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৪তম ধাপের স্কলারশিপ: নতুন সুযোগে চা-বাগানের ৬৮ শিক্ষার্থী

প্রকাশিত: ৯:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৪তম ধাপের স্কলারশিপ: নতুন সুযোগে চা-বাগানের ৬৮ শিক্ষার্থী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ অক্টোবর ২০২৫ : চা-বাগানের মেধাবী ও দরিদ্র পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার পথ আরও উন্মুক্ত করতে “এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (Asian University for Women)” এ বছরও দিচ্ছে বিশেষ স্কলারশিপের সুযোগ। এ উদ্যোগের ১৪তম ধাপে মোট ৬৮ জন শিক্ষার্থী এই আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন।

শিক্ষার আলো চা-বাগান পর্যন্ত পৌঁছে দিতে ধারাবাহিকভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়টি ইংরেজিভাষী আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসারে পরিচালিত হয় এবং শিক্ষার্থীরা দেশ-বিদেশের উচ্চতর শিক্ষার জন্যও এখান থেকে নিজেকে প্রস্তুত করতে পারেন।

ফরম ফিলাপ ও প্রয়োজনীয় নির্দেশনা

স্কলারশিপের ১৪তম ধাপের জন্য ফরম ফিলাপের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর ২০২৫ (শুক্রবার)।
স্থান: ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গল
সময়: সকাল ১০টা থেকে শুরু।

Manual2 Ad Code

ফরম ফিলাপের আগে আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র ও তথ্য প্রস্তুত রাখতে হবে—

Manual7 Ad Code

১️⃣ তিন কপি পাসপোর্ট সাইজের ছবি
২️⃣ এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কসশিটের ফটোকপি
৩️⃣ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি
৪️⃣ অভিভাবক (বাবা বা মা) কে সঙ্গে আনতে হবে; ফরম পূরণের পর অভিভাবকের স্বাক্ষর বাধ্যতামূলক। স্বাক্ষর ছাড়া ফরম বাতিল বলে গণ্য হবে।

যোগ্যতা

প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে,

এসএসসি ও এইচএসসিতে প্রত্যেকটিতে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে।

তথ্য জমাদানের শেষ তারিখ

Manual7 Ad Code

ফরম ফিলাপের আগে শিক্ষার্থীদের ২৩ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নিজেদের তথ্য (নাম, পিতা-মাতার নাম ও পেশা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং চা-বাগানের নাম) বিজয় রুদ্র পল–এর কাছে পাঠাতে হবে।

যোগাযোগ:
???? মোবাইল: ০১৭১৯০১৩৩১০
???? ইমেইল: bijoy.paul2@gmail.com
???? হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারেও তথ্য পাঠানো যাবে।

সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে শিক্ষা

Manual5 Ad Code

চা-বাগানের মেয়েদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলার এই উদ্যোগকে এলাকাবাসী ও শিক্ষাবিদরা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর এই স্কলারশিপ কর্মসূচি গত ১৩ বছর ধরে শত শত মেয়েকে উচ্চশিক্ষার পথে এগিয়ে দিয়েছে, যাদের অনেকে বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন খাতে সাফল্যের সঙ্গে কাজ করছেন।

বিজয় রুদ্র পল জানান, “চা-বাগানের মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। প্রতিটি মেয়েকে আমরা উৎসাহিত করছি যাতে তারা বড় স্বপ্ন দেখতে পারে এবং নিজেদের পরিবার ও সমাজের অবস্থান পরিবর্তন করতে পারে।”

সমাপনী কথা

শিক্ষা কেবল ব্যক্তিগত নয়, সমাজের সামগ্রিক উন্নয়নের হাতিয়ার। “এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন”-এর এই উদ্যোগ চা-বাগানের মেয়েদের জীবনে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। ১৪তম ধাপের এই স্কলারশিপ নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code