মনটা পারে না এখনও

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৫

মনটা পারে না এখনও

Manual2 Ad Code

শান্তা জাহান |

✍️

Manual4 Ad Code

আমার শরীর সহ্য করে ঝড়, দহন, দাহের ঢেউ,
মনটা তবু থমকে থাকে, বোবা কষ্টে ঢেউ।

Manual2 Ad Code

চোখে দেখি প্রতারণার হাসি, মিথ্যার রঙিন মুখ,
মনটা চায় সত্য একটুখানি, শান্তির অচিন সুখ।

শব্দ আসে, বিদ্রুপে ভরা, কাঁপে বুকের ভিতর,
তবু মুখে রাখি হাসির রেখা, চোখে নেই অবসাদ-অর।

Manual5 Ad Code

সব অবহেলা, অবজ্ঞা, তুচ্ছতায়ও দাঁড়াই আমি,
মনটা শুধু কাঁদে নিভৃতে— বলে, “তুই মানুষ নামেই!”

এই ব্যস্ত নগরীর ভিড়ে, কোলাহলে ভরা জীবন,
বুকের ভিতর একটুখানি আদর চায় প্রতিদিন।

Manual6 Ad Code

যে কেউ এসে মুছে দিত যদি অশ্রুর নোনা দাগ,
বুকে নিয়ে বলত যদি— “তুই আছিস, আমি আছি আজ।”

তবু বাঁচি, তবু হাঁটি, প্রতিদিনের দহনটায়,
মনটা শুধু পারে না এখনও, সেই শূন্যতার ক্ষণে হায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code