শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

Manual2 Ad Code
“দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে”—খান মো. রেজা-উন-নবী

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৯ অক্টোবর ২০২৫ : শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

Manual8 Ad Code

মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। এতে অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. ইসরাইল হোসেন।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, “জনগণের টাকায় দেশের উন্নয়ন কাজ হয়। তাই প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। দুর্নীতি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সৎ ও দায়িত্বশীল প্রশাসনের মাধ্যমেই টেকসই উন্নয়ন সম্ভব।”

তিনি আরও বলেন, “প্রত্যেক কর্মকর্তা তার দায়িত্বের বিষয়ে জবাবদিহি করবেন। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাবে না।”

Manual5 Ad Code

স্থানীয় সমস্যার তালিকা উপস্থাপন

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলা পর্যায়ের নানা সমস্যা ও সম্ভাবনার কথা বিভাগীয় কমিশনারের সামনে তুলে ধরেন।

Manual6 Ad Code

উপস্থিত সুধীজনদের পক্ষ থেকে বিশেষভাবে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে থাকা ময়লার ভাগাড় স্থানান্তর, শহরের যানজট নিরসনে বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দূরীকরণ, এবং শ্রীমঙ্গলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি হোটেল, মোটেল ও অবকাঠামোগত উন্নয়নের দাবি উত্থাপন করা হয়।

বিভাগীয় কমিশনার এসব দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, “এই সব দাবি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। অনেক উদ্যোগ ইতোমধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। কিছু কাজ খুব শিগগিরই শুরু হবে। বাকি বিষয়গুলো কেবিনেট মিটিংয়ে উপস্থাপন করা হবে।”

শ্রীমঙ্গলকে ‘পর্যটন নগরী’ গড়ে তোলার আশাবাদ

সভায় বক্তারা বলেন, শ্রীমঙ্গলকে বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে সরকারি ও বেসরকারি উভয় খাতের যৌথ উদ্যোগ প্রয়োজন। পর্যটন অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ সহজীকরণ, এবং নিরাপত্তা জোরদার হলে এই অঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, বিভাগীয় কমিশনারের এই উদ্যোগে স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ডে নতুন গতি ও দায়বদ্ধতা সৃষ্টি হবে।

উপস্থিত ছিলেন

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual2 Ad Code

 

 


Manual1 Ad Code
Manual4 Ad Code