সিলেট ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৫
আবেদন চলছে ৭ নভেম্বর পর্যন্ত, সারাদেশ থেকে যুক্ত হতে পারবেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণেরা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ অক্টোবর ২০২৫ : দেশজুড়ে আবারও শুরু হতে যাচ্ছে গণিতপ্রেমীদের সবচেয়ে বড় আয়োজন— ‘ডাচ–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৬’।
প্রতি বছরের মতো এবারও এই উৎসবকে সফল করে তুলবে একদল তরুণ উৎসাহী স্বেচ্ছাসেবক। গণিত অলিম্পিয়াড কর্তৃপক্ষ ইতিমধ্যে ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক (Management Volunteer) নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।
আবেদন ফরম পাওয়া যাচ্ছে অনলাইনে: https://shorturl.at/O04Jr
আবেদনের শেষ সময়: ৭ নভেম্বর ২০২৫ (শুক্রবার)
কারা আবেদন করতে পারবেন
আবেদন করা যাবে যদি আপনি—
এইচএসসি পাস করে দেশের যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে (যেকোনো বিষয়ে) স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হন, অথবা
স্নাতক পর্যায়ে ভর্তি প্রক্রিয়াধীন থাকেন।
অর্থাৎ, বিশ্ববিদ্যালয়–পড়ুয়া এবং সদ্য ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীরাও এই দলে যুক্ত হতে পারবেন।
দুই দলে কাজ করেন অলিম্পিয়াড স্বেচ্ছাসেবকেরা
গণিত উৎসবের স্বেচ্ছাসেবকেরা সাধারণত দুই দলে বিভক্ত—
১️⃣ একাডেমিক স্বেচ্ছাসেবক, যারা প্রশ্ন প্রস্তুতি, মূল্যায়ন ও একাডেমিক সেশনে যুক্ত থাকেন।
২️⃣ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক, যারা আয়োজনের সার্বিক সমন্বয়, সময়সূচি ব্যবস্থাপনা, অংশগ্রহণকারীদের সহায়তা এবং মঞ্চ পরিচালনার মতো দায়িত্ব পালন করেন।
এই ফরমটি শুধুমাত্র ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহীদের জন্য। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপের তথ্য ই–মেইলে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
আয়োজকদের বক্তব্য
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির এক সদস্য বলেন, “প্রতি বছর সারাদেশের তরুণ–তরুণীরা উৎসবের প্রাণ হয়ে ওঠেন। তাদের নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও দলগত মনোভাবই গণিত অলিম্পিয়াডকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। এবারের আয়োজনেও আমরা নতুন মুখের অপেক্ষায় আছি।”
গণিত অলিম্পিয়াড সম্পর্কে আরও জানুন
ওয়েবসাইট: www.matholympiad.org.bd
ফেসবুক পেজ: facebook.com/BdMOC
ফেসবুক গ্রুপ: facebook.com/groups/BdMOC
মুভার্স পেজ: facebook.com/MOVersZone
তরুণদের জন্য এক অনন্য অভিজ্ঞতা
গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক হওয়া শুধু একটি দায়িত্ব নয়, এটি এক ধরনের শিক্ষণীয় অভিজ্ঞতা। অংশগ্রহণকারীদের সঙ্গে মিশে নেতৃত্ব, পরিকল্পনা, দলগত কাজ ও বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি হয়—যা ভবিষ্যতের কর্মজীবনেও অমূল্য হয়ে ওঠে।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সারাদেশ থেকে আসা স্বেচ্ছাসেবকেরাই এই আয়োজনকে পরিপূর্ণ করবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি