বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ কাল

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ কাল

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৯ ডিসেম্বর ২০২৫ : “মানবাধিকার—শান্তির পথ” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গল-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেবে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

Manual6 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন। কর্মসূচিতে সহযোগী হিসেবে যুক্ত হয়েছে—বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুক), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাক)।

Manual5 Ad Code

আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে শ্রীমঙ্গলের চৌমুহনী চত্বরে র‌্যালি শুরু হবে। মানবাধিকার রক্ষায় সকল নাগরিকের ভূমিকা ও দায়িত্ব তুলে ধরতে মানববন্ধন এবং পরবর্তী সমাবেশে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক নেতা ও শিক্ষাবিদরা বক্তব্য রাখবেন।

মানবাধিকার ঐক্য পরিষদের সভাপতি মো. আমজাদ হোসেন বাচ্চু বলেন, “মানবাধিকার সুরক্ষা শুধু কোনো সংগঠনের নয়, সকল মানুষের সম্মিলিত দায়িত্ব। সমতা, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় এই দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ জানান, “মানবাধিকার লঙ্ঘন রোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানাতেই এ আয়োজন করা হয়েছে।”

Manual8 Ad Code

কর্মসূচিতে মানবাধিকারের জয় ও মানবতার চেতনাকে সমুন্নত রাখতে সর্বস্তরের মানুষকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ