সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
মরমিয়া ভাবনায় মজিয়া হইলায় মরমি সাধক,
আঠারো’শত চুয়ান্ন সালে জন্ম তোমার তেঘরিয়া নামক।
উত্তরসূরী হিসেবে ছিলায় বিরাট জমিদার,
নিজেরে খুঁজতে গিয়া পাইলায় আল্লাহর দিদার।
সাদামাটা জীবন আর আল্লাহর প্রেমে ধ্যান জ্ঞান,
শত শত গানে তোমার পাওয়া যায় সেই প্রমাণ।
আগে পিছের যত কথা স্মরণ করিয়া,
মরার আগে জিন্দা হাছন গেলায় মরিয়া।
পাল্টে গেলো জীবন দর্শন ছাড়লায় বিলাসী জীবন,
আরও ছাড়লায় ধনদৌলত দাসী রত্ন ধন।
লিখতে থাকলায় মর্মকথা সুরে দিলায় টান,
তোমার সুরে সুর মিলাইয়া ধরলো সবাই গান।
অমর হইয়া আছো তুমি থাকবায় সবার মাঝে,
অমর হইলায় তুমি তোমার মরমিয়া কাজে।
বেঁচে থাকবায় হাজার বছর যুগ যুগান্তর,
শান্তি বর্ষিত হোক তোমারও উপর।
তোমায় নিয়া হইছে দেখো কতো আয়োজন,
একত্রিত হইছে দেশের কতো গুণীজন।
#
সারাংশ:
কবিতাটি মরমি সাধক হাছন রাজাকে শ্রদ্ধাভরে স্মরণ করে লেখা। আঠারো শতকের মাঝামাঝি জন্ম নেওয়া হাছন রাজা জন্মসূত্রে জমিদার হলেও জীবনের এক পর্যায়ে তিনি বিলাসী জীবন ত্যাগ করে নিজেকে খুঁজতে ধর্ম‐আধ্যাত্মিকতার পথে এগিয়ে যান। আল্লাহপ্রেম, ধ্যান ও সাধনার মধ্য দিয়ে তিনি মরমি দর্শন লাভ করেন এবং সেই উপলব্ধিই প্রকাশ করেন তাঁর অসংখ্য গানে। তাঁর গান ও ভাবধারা মানুষকে আজও ছুঁয়ে যায়। তাই তিনি লোকসংস্কৃতি ও আধ্যাত্মিক জগতের একজন অমর সাধক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। কবিতায় তাঁর প্রতি শান্তি, শ্রদ্ধা ও চিরস্মরণীয় থাকার কামনা প্রকাশ করা হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি