সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫
এবার একটু থেমে থাকা বৃষ্টির জন্য ভালোবাসা রাখি, যার গত বসন্তের কোন কথা মনে নেই। একটা কোকিল ডেকে ডেকে হয়রান হয়ে উড়ে গেছে, ফেলে তাঁর প্রিয় সলজ্জ, বিনীত পালক। পাতাকুড়ানি ভরেছে তার গোপন সিন্দুক। সেবার শীতের মুখে ভাত হয়েছিল মৃদু কুয়াশায়।
তুমি কি জানো, সে বসন্তেই আমি ঋতুবতী সুন্দরের মিলন দেখেছিলাম মেঘের ভেতর, স্বর্গের পথে যেতে যেতে!
#
সারাংশ / সারমর্ম:
কবিতাটি প্রকৃতি, ঋতু এবং অনুভূতির মিশ্র এক কবিতাময় স্মৃতিচারণ। বৃষ্টির বিরতিতে ভালোবাসার কোমল অনুভূতি, কোকিলের ডাক ও তার ফেলে যাওয়া পালকের ইঙ্গিত, পাতার সঞ্চয়—এইসব চিত্র প্রকৃতির নীরব সৌন্দর্যকে তুলে ধরে। অতীতের এক বসন্তে কবি স্বর্গীয় সৌন্দর্যের মিলন দেখার অভিজ্ঞতা স্মরণ করেন। পুরো কবিতায় প্রকৃতি, প্রেম, স্মৃতি ও সৌন্দর্যের এক রহস্যময় ও আবেগঘন মিশেল ফুটে উঠেছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি