লক্ষ্মীপুরে ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, অগ্নিদগ্ধ নিহত শিশুর পরিবারে তারেক রহমানের সহমর্মিতা

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

লক্ষ্মীপুরে ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ, অগ্নিদগ্ধ নিহত শিশুর পরিবারে তারেক রহমানের সহমর্মিতা

Manual2 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ২১ ডিসেম্বর ২০২৫ :লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুড়ে নিহত বিএনপি নেতা বেলাল হোসেনের আট বছর বয়সী কন্যার পরিবারে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Manual5 Ad Code

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) রাতে তারেক রহমানের নির্দেশনায় বিএনপির অঙ্গসংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নিতে বেলাল হোসেনের বাড়িতে যান।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব, লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীবসহ নেতৃবৃন্দ।
এছাড়াও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি প্রথমে অগ্নিকাণ্ডে নিহত আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন। পরে বেলাল হোসেনের আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন তারা।
এসময় বেলাল হোসেনের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গভীর সহমর্মিতা ও সমবেদনার বার্তা পৌঁছে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশাপাশি চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়।
এর আগে প্রতিনিধি দলটি জেলা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার দগ্ধ দুই কন্যার খোঁজ-খবর নেন।
উল্লেখ্য, সম্প্রতি ভবানীগঞ্জ ইউনিয়নে সংঘটিত ওই নৃশংস ঘটনায় ঘরে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলে বেলাল হোসেনের আট বছরের এক কন্যা অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং তার আরও দুই মেয়ে গুরুতর দগ্ধ হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ