সিলেট ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ৩০ ডিসেম্বর ২০২৫ : লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন–২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি হিসেবে আ হ ম মুস্তাকুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় সাইদুল ইসলাম পাবেল নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের মোট ৯০ জন ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজ নিজ পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।
নির্বাচনের ফলাফলে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মীর ফরহাদ হোসেন সুমন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সোহেল রানা। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান টিপু, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক হিসেবে মো. আরিফ হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে রবিউল ইসলাম খাঁন এবং প্রচার সম্পাদক হিসেবে নাজিম উদ্দিন রানা নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজিব হোসেন রাজু ও আফজাল হোসেন সবুজ।
নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বি ভি রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল।
অভিনন্দন বার্তায় মেহেদী হাসান রাসেল বলেন, “নবনির্বাচিত কমিটিকে অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্যরা সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন। নতুন কমিটি সাংবাদিকদের নৈতিক অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”
নির্বাচন শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি